বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,
সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।
সারাদেশে সুষম উন্নয়নের লক্ষ্যে ধর্ম-বর্ণ-স্থান নির্বিশেষে সকল খাতকে
সমগুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, পারস্পরিক সহাবস্থান উন্নয়নের অন্যতম
পূর্বশর্ত।
প্রতিমন্ত্রী গতকাল রাতে ঢাকার একটি হোটেলে আগা খান ডেভেলপমেন্ট
নেটওয়ার্ক আয়োজিত ‘ইমামত দিবস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আগা খান স্কুল গুণগত মানসম্পন্ন
শিক্ষা বিস্তারে কার্যকর অবদান রাখছে। স্থাপত্য, ক্ষুদ্র ঋণ ও শিশুদের নিয়েও আগা
খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক কাজ করছে। সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের আরো অবদান রাখার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, কূটনৈতিক
কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং ইসমাইলি
সম্প্রদায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪৫:০৫ ৩৬৬ বার পঠিত