বিজেপিকে হারাতে জোটবদ্ধ হওয়া দরকার৷ তাই বিজেপি বিরোধী সব দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে হবে৷ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানালেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷
তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ কথা হয়েছে জম্মু কাশ্মীরের অবস্থা নিয়েও৷ ‘দিদি’ জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ ওমর আবদুল্লা সাফ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে যেভাবে উন্নতি করছেন ‘দিদি’ সেই ভাবেই দেশের উন্নতি করবেন৷
তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিজেপির বিরুদ্ধে জোট হলে সেই সরকারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? উত্তরে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, এখনও সেটা বলার সময় আসেনি৷ জোটে কারা সামিল হবে সেই নিয়ে কিছু ঠিক হয়নি৷ আগে বিজেপিকে হঠাতে হবে৷ এরপর নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করা হবে৷
বাংলাদেশ সময়: ২১:৫২:৩০ ২৯৬ বার পঠিত