এশিয়ার সিলিকন ভ্যালি প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৩ আগস্ট রাজারহাটে রাজ্য সরকারের ওই প্রকল্প উদ্বোধন করবেন তিনি৷ শুক্রবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের ওই প্রকল্প সারা ভারতেই ‘Iconic’ হয়ে থাকবে বলে আশা করছে রাজ্য প্রশাসন৷
রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু এদিন রাজ্যের ইলেকট্রনিক্স ইনডাস্ট্রি ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের অনুষ্টানে জানান, মুখ্যমন্ত্রী যেদিন সিলিকন ভ্যালি উদ্বোধন করবেন, ওইদিনই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত বই প্রকাশ করা হবে৷ ব্রাত্যর বক্তব্য, ‘‘সারা ভারতে Major IT Player-রা এই প্রকল্পে আসবে৷ তথ্যপ্রযুক্তির অন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা এখানে পাওয়া যাবে৷’’
রাজ্যে ইনফোসিসের প্রথম ক্যাম্পাস এবং উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে৷ দীর্ঘদিন ধরে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ ইস্যুতে জমি পেয়েও ক্যাম্পাস তৈরির কাজ শুরু করেনি ইনফোসিস৷ কিছুদিন আগে সেই জটিলতা কেটেছে৷ রাজারহাটে কাজ শুরু করেছে ইনফোসিস৷ তথ্যপ্রযুক্তি দপ্তর সূত্রে খবর, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করেছে উইপ্রো৷
অনেক আগেই তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ‘ন্যাসকম’ এর কর্তাব্যক্তিরা বলেছেন, বাংলা হার্ডওয়্যার শিল্পের জন্য আদর্শ জায়গা৷ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালির অন্যতম বৈশিষ্ট হল হার্ডওয়্যার৷ রাজ্যে হার্ডওয়্যার পার্কগুলির মধ্যে সোনারপুরে শুরু হয়েছে হার্ডও্যারায় পার্ক, নৈহাটি ও ফলতাতে শুরু হওয়ার মুখে৷
প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের পাঁচটি প্রকল্প SKOCH Smart Governance Award 2018 জিতেছে৷ রাজ্যে সেরা Performance -এর কথা এদিন সাংবাদিকদের জানান মন্ত্রী৷
বাংলাদেশ সময়: ২১:৫৬:৪১ ৪৪০ বার পঠিত