আগস্টে সিলিকন ভ্যালি উদ্বোধন করবেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » আগস্টে সিলিকন ভ্যালি উদ্বোধন করবেন মমতা
শুক্রবার, ২৭ জুলাই ২০১৮



---এশিয়ার সিলিকন ভ্যালি প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৩ আগস্ট রাজারহাটে রাজ্য সরকারের ওই প্রকল্প উদ্বোধন করবেন তিনি৷ শুক্রবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের ওই প্রকল্প সারা ভারতেই ‘Iconic’ হয়ে থাকবে বলে আশা করছে রাজ্য প্রশাসন৷

রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু এদিন রাজ্যের ইলেকট্রনিক্স ইনডাস্ট্রি ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের অনুষ্টানে জানান, মুখ্যমন্ত্রী যেদিন সিলিকন ভ্যালি উদ্বোধন করবেন, ওইদিনই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত বই প্রকাশ করা হবে৷ ব্রাত্যর বক্তব্য, ‘‘সারা ভারতে Major IT Player-রা এই প্রকল্পে আসবে৷ তথ্যপ্রযুক্তির অন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা এখানে পাওয়া যাবে৷’’

রাজ্যে ইনফোসিসের প্রথম ক্যাম্পাস এবং উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে৷ দীর্ঘদিন ধরে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ ইস্যুতে জমি পেয়েও ক্যাম্পাস তৈরির কাজ শুরু করেনি ইনফোসিস৷ কিছুদিন আগে সেই জটিলতা কেটেছে৷ রাজারহাটে কাজ শুরু করেছে ইনফোসিস৷ তথ্যপ্রযুক্তি দপ্তর সূত্রে খবর, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করেছে উইপ্রো৷

অনেক আগেই তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ‘ন্যাসকম’ এর কর্তাব্যক্তিরা বলেছেন, বাংলা হার্ডওয়্যার শিল্পের জন্য আদর্শ জায়গা৷ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালির অন্যতম বৈশিষ্ট হল হার্ডওয়্যার৷ রাজ্যে হার্ডওয়্যার পার্কগুলির মধ্যে সোনারপুরে শুরু হয়েছে হার্ডও্যারায় পার্ক, নৈহাটি ও ফলতাতে শুরু হওয়ার মুখে৷

প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের পাঁচটি প্রকল্প SKOCH Smart Governance Award 2018 জিতেছে৷ রাজ্যে সেরা Performance -এর কথা এদিন সাংবাদিকদের জানান মন্ত্রী৷

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪১   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ