মমতার রোষের মুখে নদিয়ার তৃণমূল বিধায়করা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মমতার রোষের মুখে নদিয়ার তৃণমূল বিধায়করা
শুক্রবার, ২৭ জুলাই ২০১৮



---গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এবার দলের বিধায়কদের ‘লাস্ট ওয়ার্নিং’ দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিধানসভায় নদিয়ার বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তিনি৷ সেখানে মমতা সাফ জানিয়ে দেন৷ কোনও গোষ্ঠীবাজি চলবে না৷ সব্বাইকে কাজ করতে হবে৷ লোকসভা নির্বাচনে তাঁর ভাল ফল চাই৷

দলের সবাই জানে শান্তিপুর বিধানসভার চেয়ারম্যান অজয় দে ও বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের মধ্যে সুসম্পর্ক নেই৷ সুযোগ পেলেই এ ওর নামে নালিশ করেন৷ বিধানসভা সূত্রের খবর, “এদিন অজয় দে কে মমতা বলেন অরিন্দম এমএলএ৷ ওকে মেনে চলতে হবে৷ অজয় পুরসভার কাজ ভাল করে করুক৷ আমার কাছে খবর আছে পঞ্চায়েত নির্বাচনে ও দলের বিরুদ্ধে কাজ করেছিল৷”

এদিন ১৬ জন বিধায়ক একে ওপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করলে মমতা বলেন, “কারোর কোনও অভিযোগ শুনব না৷ লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর ও রাণাঘাট, দুটো আসনই আমার চাই৷”

এই বৈঠকে কয়েকজনের কাজে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো৷ মন্ত্রী উজ্বল বিশ্বাসকেও সতর্ক করেন মমতা বলেন, “তোমার ছেলে মারা যাওয়ার পর তুমি সেভাবে কাজ করছ না৷ অনেক দিন তো হল৷ এবার শোক ভুলে কাজ করো৷ সদ্য রাজ্যভার সাংসদ আবীর বিশ্বাসকে দলনেত্রী বলেন, “তোমায় সংগঠনের কাজে মন দিতে হবে না৷ তুমি এমপি৷ এমপির মতো কাজ কর৷”

সূত্রের খবর, বৈঠক চলাকালীন হঠাৎই পার্থ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন ” জেলায় দলের ছাত্র পরিষদের সভাপতি কাকে করছেন?” উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এখনও কারোর নাম ঠিক করিনি৷” উল্লেখ্য, অয়ন দত্ত খান এখন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের পরই দলের অনেকেই মনে করছে এবার অয়নকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে৷

এদিনের বৈঠকে শংকর সিং ছিলেন না৷ কিন্তু তাঁকে রাণাঘাটের বাড়তি দায়িত্ব দিয়েছেন দলনেত্রী৷ একমাস অন্তর নিজেদের মধ্যে বৈঠক করার জন্য নদিয়ার কয়েকজন বিধায়ককে নিয়ে তিনি একটি কমিটিও গড়ে দিয়েছেন৷

বাংলাদেশ সময়: ২২:০০:৪১   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ