নিউজটুনারায়ণগঞ্জঃ ১৫ দিন ব্যাপী ব্যানবেইস কর্তৃক আয়োজিত আইসিটি ট্রেনিং কোর্স ফর টিচার্স উপজেলা ICT ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার অফ এডুকেশন ( UITRCE ) সোনারগাঁও, নারায়ণগঞ্জ এ ৮ম ও ৯ম ব্যাচ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চৌধু্রীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ট্রেইনার মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, চেয়ারপার্সন হিসেবে ছিলেন রাশিদা বেগম, উপজেলা এসিস্ট্যান্ট প্রোগ্রামার, সোনারগাঁ উপজেলা নারায়ণগঞ্জ । ব্যানবেইস। দুই ব্যাচ এর মোট ২৪+২৪=৪৮ জন শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণে অংশ নেন। ৬ জন মাস্টার ট্রেইনার কর্তৃক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। সভার কার্যক্রম শুরু হওয়ার আগে শিক্ষকবৃন্দ বিভিন্ন ধরনের বিনোদনমূলক উপস্থাপনার মাধ্যমে আনন্দ উপভোগ করেন। প্রশিক্ষণে আসা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর উপজেলার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা ক্লাসরুমে মাল্টিমিডিয়া ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শিক্ষকবৃন্দ ও অর্জিত প্রশিক্ষণের জ্ঞান পাঠদান কার্যক্রমে প্রয়োগের ব্যাপারে মতামত ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ০:০৭:৫৯ ৭৩৩ বার পঠিত