খালেদা জিয়া কারাগারে সুস্থ্য আছেন - আইনমন্ত্রী

প্রথম পাতা » আইন আদালত » খালেদা জিয়া কারাগারে সুস্থ্য আছেন - আইনমন্ত্রী
শনিবার, ২৮ জুলাই ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা     জিয়া কারাগারে সুস্থ আছেন। শুক্রবার বিকালে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নেরমাদলা সোনার বাংলা এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন তাঁর পাকিস্তানী নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এদেশের প্রজাদের শাসন করতেন। বিএনপি তাদের সরকারের আমলে সারা দেশে ৬৩ জেলায় এক সাথে
বোমা হামলা, ১০ ট্রাক অস্ত্র আমদানী এবং ২১ আগষ্ট গেনেড হামলা করে এদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চেয়েছিল।
তিনি বলেন এ দেশের জনগণ জানে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এদেশে সর্বক্ষেত্রে লুটপাট হয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হয় এদেশের উন্নয়ন। আওয়ামী লীগকে ভোট দিলে মানুষ শান্তিতে বসবাস করে । তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের নারীর ক্ষমতায়ন ও দেশ পরিচালনায় সারা বিশ্বে এখন রোল মডেল। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে । আইন মন্ত্রী আনিসুল হক এর পিতা সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী এডভোকেট সিরাজুল হকের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বায়েক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুল হকের
সভাপতিত্বে অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন প্রমুখ বক্তৃতৃ করেন। এর আগে কসবায় কৈখলা রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ে আইনমন্ত্রীর প্রয়াত বড় বোন সায়মা ইসলাম মীনা ও ছোট ভাই আরিফুল হক স্মরণে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৩   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ