পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন,
সমবায় খাতের বেহাত সম্পদ উদ্ধার এবং দুর্নীতিবাজদের বিতাড়নের জন্য বিশেষ
অভিযান শুরু হয়েছে। এ অভিযানের মাধ্যমে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক সমবায়ীদের
প্রতিষ্ঠিত করা হবে। এতে সমবায় অঙ্গন বিকশিত হবে এবং দেশের আর্থ-
সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল ৭১ মিলনায়তনে বাংলাদেশ কো-
অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৮তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায়
এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এতে
আলোচনায় অংশ নেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সমবায় নিবন্ধক মোঃ
আবদুল মজিদ, অতিরিক্ত নিবন্ধক আহসান কবির, ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম
সিদ্দিকী প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় খাতকে কাজে লাগান। তিনি বলেন, লাখ লাখ
সমবায়ীদের কল্যাণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতি আইন
যুগোপযোগী করা হচ্ছে। সমবায় উন্নয়ন তহবিল হতে প্রশিক্ষণের নামে কোন
জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো বন্ধ করা হয়েছে। এ
তহবিল থেকে শুধু সমবায়ীদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ২২:৪২:৩৮ ২৫৪ বার পঠিত