শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, জাহাজ ভাঙ্গা
শিল্পসহ সকল ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক
করতে হবে। তিনি ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের প্রত্যাহারে সমাজের সকল স্তরের
মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম ক্লাব সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান
মন্ত্রণালয় আয়োজিত ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও
কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব
কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে দেশ
থেকে সকল প্রকার শিশু শ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টির জন্য দেশব্যাপী
প্রচারণা চালানো হচ্ছে। গৃহকর্মী সুরক্ষায় নীতিমালা করা হয়েছে, এখন আইন
করবে সরকার। তিনি আরো বলেন, বিভাগীয় শহরগুলোতে এক লাখ শিশুকে চিহ্নিত করা
হয়েছে, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের আওতায় এসকল শিশুকে কারিগরি
প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করা হবে। জেলা প্রশাসকগণকে স¦ স¦
জেলায় কোন খাতে কি পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে তার
একটি তালিকা শ্রম মন্ত্রণালয়ে প্রেরণের আহ্বান জানান। যাতে তাদের প্রশিক্ষণ
দেয়া যায়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে
অনুষ্ঠানে সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন
অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত সচিব খোন্দকার
মোস্তান হোসেন বক্তৃতা করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য
ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন ।
কর্মশালায় জানানো হয় চট্টগ্রাম জেলার এগারটি উপজেলাতে
ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। সকল উপজেলা
চেয়ারম্যান, নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি-
বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ
কর্মশালায় অংশগ্রহণ করেন।
পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে পাঁচ
জন অসুস্থ , দুর্ঘটনায় নিহত, পঙ্গু শ্রমিক এবং মাতৃত্বকালীন নারী
শ্রমিকের সহায়তা হিসেবে দুই লাখ ষাট হাজার টাকার চেক প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২২:৫৩:১৫ ২৯৮ বার পঠিত