বিদেশের মাটিতে নয় বছর পর বাংলাদেশের সিরিজ জয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিদেশের মাটিতে নয় বছর পর বাংলাদেশের সিরিজ জয়
রবিবার, ২৯ জুলাই ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ দীর্ঘ নয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ১৮ রানে। এই জয়ের ফলে টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের ওই সিরিজটি বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তিন রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ৩০২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ক্রিস গেইল ৬৬ বলে ৭৩ রান করেন। ৯৪ বলে ৬৪ রান করেন শাই হোপ। ৪১ বল খেলে ৭৪ রান করে অপরাজিত থাকেন রভম্যান পাওয়েল। বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা ২টি, মেহেদী হাসান মিরাজ ১টি, মোস্তাফিজুর রহমান ১টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত ধরে প্রথম উইকেট শিকার করে বাংলাদেশ। ইনিংসের ১১তম ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে এভিন লিউইসকে ফিরিয়ে দেন মাশরাফি বিন মুর্তজা। ৩৩ বলে ১৩ রান করেন এভিন লিউইস।

ইনিংসের ২২তম ওভারে রুবেল হোসেনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন ক্রিস গেইল। ৬৬ বল খেলে ৭৩ রান করেন তিনি। ওয়ানডেতে এটি তার ৪৯তম হাফ সেঞ্চুরি। ৩৬তম ওভারে শিমরন হেটমায়ারকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ৩৮তম ওভারে রান আউট হন কাইরান পাওয়েল। ৪৪তম ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন শাই হোপ। ৪৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ হন জ্যাসন হোল্ডার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩০১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। ১০৩ রান করে আউট হন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ১১তম সেঞ্চুরি।

---অন্যদের মধ্যে হাফ সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৯ বল খেলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে এটি তার ১৯তম অর্ধশত। ৩৭ রান করেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শেলডন কটরেল ১টি, জ্যাসন হোল্ডার ২টি, দেবেন্দ্র বিশু ১টি ও জ্যাসন হোল্ডার ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৮ রানে জয়ী বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংস: ৩০১/৬ (৫০ ওভার)

(তামিম ইকবাল ১০৩, এনামুল হক বিজয় ১০, সাকিব আল হাসান ৩৭, মুশফিকুর রহিম ১২, মাহমুদউল্লাহ রিয়াদ ৬৭*, মাশরাফি বিন মুর্তজা ৩৬, সাব্বির রহমান ১২, মোসাদ্দেক হোসেন সৈকত ১১*; শেলডন কটরেল ১/৫৯, জ্যাসন হোল্ডার ২/৫৫, দেবেন্দ্র বিশু ১/৪২, কিমো পল ০/৭৭, অ্যাশলে নার্স ২/৫৩, ক্রিস গেইল ০/১৪)।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ২৮৩/৬ (৫০ ওভার)

(ক্রিস গেইল ৭৩, এভিন লিউইস ১৩, শাই হোপ ৬৪, শিমরন হেটমায়ার ৩০, কাইরান পাওয়েল ৪, রভম্যান পাওয়েল ৭৪*, জ্যাসন হোল্ডার ৯, অ্যাশলে নার্স ৫*; মাশরাফি বিন মুর্তজা ২/৬৩, মেহেদী হাসান মিরাজ ১/৪৫, মোস্তাফিজুর রহমান ১/৬৩, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১০, মাহমুদউল্লাহ রিয়াদ ০/২০, রুবেল হোসেন ১/৩৪, সাকিব আল হাসান ০/৪৫)।

ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল (বাংলাদেশ)

ম্যান অব দ্য সিরিজ: তামিম ইকবাল (বাংলাদেশ)

বাংলাদেশ সময়: ১০:৪৯:৩৫   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ