সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরতে হবে : আব্দুর রহমান এমপি

প্রথম পাতা » খুলনা » সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরতে হবে : আব্দুর রহমান এমপি
রবিবার, ২৯ জুলাই ২০১৮



---বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। প্রতিটি নেতা-কর্মীকে শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে আজ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের এবং সকল শ্রেণী-পেশার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় রাষ্ট্র পরিচালনার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্যা মোঃ আবু কাওছার।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম পলাশের পরিচালায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ^াস, স্বেচ্ছাসেবক লীগের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ সহ-কৃষি বিষয়ক সম্পাদক শাহ্ জালাল মুকুল, সদস্য শেখ মোঃ নুরুজ্জামান, কাজী শরিফুল ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৮:১০   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরায় সীমান্তে ১৪৮টি আংটিসহ একজন আটক
খুলনায় হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
খুলনা-মংলা ব্রডগেজ লাইনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন
যশোর মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পাচারকালে ২২ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করায় কর কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে- ভূমিমন্ত্রী

আর্কাইভ