পুলিশের ধাওয়া খেয়ে যানবাহন ভাঙচুর শিক্ষার্থীদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের ধাওয়া খেয়ে যানবাহন ভাঙচুর শিক্ষার্থীদের
সোমবার, ৩০ জুলাই ২০১৮



---দুই সহপাঠী নিহতের জেরে বিমানবন্দর সড়কে বিক্ষোভরত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরে গিয়ে খিলক্ষেত এলাকায় বেশ কিছু যানবাহন ভাংচুর করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার মানুষ পায়ে হেটে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। তবে বেলা বাড়তে বাড়তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে পারেনি। বরং দুপুরে বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়তে থাকে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশে কয়েকহাজার শিক্ষার্থী ‘নৌমন্ত্রী নৌমন্ত্রী, ক্ষমা চাও ক্ষমা চাও’, ‘We want Justice, We want Justice’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’, ‘আমার বোন মরলো কেন, জবাব চাই, জবাব চাই’, ‘রাজপথ ছাড়বোনা, বিচার ছাড়া যাবো না’‘জাবালে নুর জাবালে নুর, ত্যাগ করো ত্যাগ কর’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ করছিলেন।

এদিকে সকাল থেকে সড়ক অবরোধ থাকায় বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় অচলাবস্থার তৈরি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, নৌমন্ত্রী ক্ষমা চাইলেই অবরোধ প্রত্যাহার করবে। দুপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নুরুন্নাহার ইয়াসমিন। কিন্তু শিক্ষার্থীরা তার অনুরোধও প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এসময় নুরুন্নাহার ইয়াসমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের প্রতিবাদ আর দাবি সরকার শুনেছে। সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কতৃপক্ষ সকল দাবি দাওয়া মেনে নেবে। জাবালে নুর পরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক হজ যাত্রী আটকা পড়েছে অবরোধে। মানবিক দৃষ্টিকোণ থেকে তোমরা আজকের অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যাও।’

রবিোর বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর জাবালে নূর পরিবহনের একটি বাস এসে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির রেজাউল করিম রাজু এবং একাদশ শ্রেণির দিয়া খানম। এছাড়া গুরুত্বর আহত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী কুর্মিটোলা হাসপাতাল ও সিএমএইচে ভর্তি রয়েছেন।

এদিন ঘটনার পরই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। এ ঘটনায় নিহত এক শিক্ষার্থীর পিতা একটি হত্যা মামলা দায়ের করেছেন। অন্যদিকে তিনটি বাসের দুই চালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে তাদের নাম এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫১   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ