নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকায় বাদ ৪০ লাখ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকায় বাদ ৪০ লাখ
সোমবার, ৩০ জুলাই ২০১৮



---নাগরিকত্বের পরীক্ষ৷য় পাস-ফেল৷ অসমের সেই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হলেন ২ কোটি ৪৮ লাখ নাগরিক৷ সোমবার অসমের নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকায় জায়গা করলেন ২ কোটির বেশি মানুষ৷ বাদ পড়লেন ৪০ লাখ৷

৩,২৯,৯১,৩৮৪ বাসীর অসমে ২ কোটি ৪৮ লক্ষ মানুষ আইনত নাগরিক মর্যাদা পেলেন৷ এনআরসি রেজিস্ট্রার জেনারেল সাংবাদিক বৈঠকে নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেন৷ অবশ্য অপ্রকাশিত ৪০ লক্ষের বেশি মানুষকে নিশ্চিন্তে থাকতে বলছে ন্যাশনাল রেজিস্টার৷

তাঁরা পরবর্তীতে ফের আবেদন করতে পারবে৷ ২৮ সেপ্টেম্বরের মধ্যে পুনরায় আবেজন করতে পারবেন অপ্রকাশিতরা৷ সঠিক সংখ্যা ৪০,০০৭,৭০৭৷ ২৮ সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই তালিকায় অপ্রকাশিতদের নাগরিকত্ব কোনওভাবেই প্রশ্নের মুখে পড়বে না বলে জানিয়েছেন এনআরসি রাজ্য কো-অরডিনেটার প্রতীক হাজেলা৷

১৯৫১ সালে প্রথম তৈরি হয় এই নাগরিকপঞ্জী৷ কিন্তু ছ’দশক পর তা পরিমার্জন করা শুরু হয়েছে৷ অসমে অনুপ্রবেশ জ্বলন্ত সমস্যা৷ প্রতিবেশী বাংলাদেশ থেকে বহু মানুষ সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে রাজ্যে ঢুকে পড়েছে৷ বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা আশ্রয় পেতে এসমে অনুপ্রবেশ করেছে তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে তৈরি করা হচ্ছে এই নাগরিকপঞ্জী৷

খসড়া তালিকা প্রকাশ নিয়ে বিঘ্নিত হতে পারে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। সেই কারণে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে৷ সংখ্যালঘুরাও চিন্তিত হয়ে পড়েছেন তালিকায় আদৌ তাদের নাম আছে কিনা সেই ভেবে৷ যাদের নাম তালিকায় নেই তারা অশান্তি পাকাতে পারে এই আশঙ্কায় রাজ্য জুড়ে নামানো হয়েছে নিরাপত্তা বাহিনী৷

অসমের আড়াই হাজার এনআরসি কেন্দ্রের জন্য ২২ হাজার প্যারামিলিটারি সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-র বার্তা প্রচার করা হচ্ছে। যেখানে বলা হয়েছে, “আমি সকলের কাছে আবেদন করছি কোনও গুজবে কান দেবেন না। ফেসবুক, ট্যুইটার বা হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানো হলে সেগুলি এড়িয়ে চলুন।”

প্রথম খসড়া প্রকাশের পর ওই তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। জানুয়ারি মাসের চার তারিখে লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি নিয়ে সরব হন বাংলার শাসকদলের সাংসদ সৌগত বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকপঞ্জীর প্রথম খসড়া থেকে বিপুল সংখ্যক বাঙালি বাদ পড়ায় সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল৷

অভিযোগ, অসম সরকার বাঙালি খেদাও অভিযানে নেমেছে৷ এদিন সেই আশঙ্কার কথা সৌগত বাবু তুলে ধরেন লোকসভায়৷ বলেন, অসম থেকে বাংলাভাষী মানুষদের বের করে দেওয়ার চক্রান্ত চলছে৷ এরপরই তৃণমূলের বাকি সাংসদরা তাঁকে সমর্থন জানান৷

এদিকে তৃণমূলের এই চক্রান্তের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বলেন, কারোর নাম তালিকা থেকে বাদ গেলেও চিন্তার কিছু নেই৷ পরের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে৷ নাগরিকপঞ্জী তালিকা www.homeandpolitical.assam.gov.in. ওয়েবসাইটে দেখতে পাবেন অসমবাসী৷ প্রয়োজনে 18003453762 নম্বরে ফোন করতে পারবেন৷

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৩২   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ