জয়াতেই আস্থা রাখছে দল, পদে না থেকেও দায়িত্বে থাকছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » জয়াতেই আস্থা রাখছে দল, পদে না থেকেও দায়িত্বে থাকছেন
সোমবার, ৩০ জুলাই ২০১৮



---আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা হয়নি ঠিকই৷ কিন্তু ইতিমধ্যেই তাঁর নামের পাশে প্রাক্তন শব্দটি বসে গিয়েছে৷ কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন টিএমসিপির সভাপতির পদ থেকে জয়া দত্তকে অপসারণের কথা৷ যার ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল ছাত্র পরিষদ এখন অনাথ৷ কিন্তু সামনেই ২৮ আগস্ট৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ ২১ জুলাইয়ের পর আবার একটা বড় জমায়েত৷ গান্ধী মূর্তির পাদদেশে হবে সেই সভা৷ সভার প্রস্তুতি নিয়ে নেতা-নেত্রীদের অনেক দায়িত্ব৷ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষেই আগামী ৪ আগস্ট তৃণমূল ভবনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে৷ সেই প্রস্তুতি সভার সমস্ত দায়িত্বভার দেওয়া হয়েছে প্রাক্তন এই সভানেত্রীকে৷

তৃণমূল সূত্রে খবর, সেখানে উপস্থিত থাকবেন টিএমসিপির প্রাক্তন নেত্রী জয়া দত্ত৷ এখনও যেহেতু উপযুক্ত কোনও ব্যক্তির হাতে দায়িত্বভার অর্পণ করেনি দল, তাই পরোক্ষভাবে সেই জয়াতেই আস্থা রাখা হচ্ছে৷ সমস্ত জেলার টিএমসিপি সভাপতি, কার্যকরী সভাপতি, বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও দলের অন্যান্যদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে৷ এবং, তাঁদের কাছে সেই বার্তা পৌঁছে দেবেন জয়াই৷

এই প্রস্তুতি সভায় দলের শীর্ষ নেতৃত্বের তরফে উপস্থিত থাকবেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদ সম্পর্কিত চূড়ান্ত নির্দেশ ওই দিনই দেবে শীর্ষ নেতৃত্ব৷ তবে এও জানা যাচ্ছে, এখনই কোনও একজনের হাতে টিএমসিপির এই গুরু দায়িত্ব অর্পণ করবে না দল৷ তার বদলে এক কমিটি গঠন করে দেওয়া হবে৷ সেই কমিটিতে থাকবে শীর্ষ নেতৃত্বের পছন্দের ৩ ছাত্র নেতা৷ তাদের হাতেই থাকবে সমস্ত দায়িত্ব৷ সামনেই যেহেতু ২৮ আগস্ট, তার পুরো প্রস্তুতিটাই দেখবে এই ৩ জন৷ দল এই তিনজনের থেকেই শুনবে যাবতীয় সুবিধা-অসুবিধার কথা৷

এখন এই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে নিজেকে ফ্রন্টফুটে আনার চেষ্টায় জয়া৷ যদি এবারের মত তার দোষ ক্ষমা করে দেন তৃণমূল সুপ্রিমো সেই আশায় নতুন করে বুক বেধেছেন তিনি৷ দলের নির্দেশকে শিরধার্য মেনে কাজে লেগে পড়েছেন প্রাক্তন এই নেত্রী৷ পদে নেই ঠিকই কিন্তু নিজের দায়িত্ব পালনে বদ্ধপরিকর৷ সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি জেলার ছাত্র নেতাদের কাছে বার্তা পাঠিয়েছেন ৪ আগস্ট তৃণমূল ভবনে উপস্থিত হওয়ার জন্য৷

তবে তিনজনের এই কমিটিতে জয়া থাকবে কিনা সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে৷ দল যেহেতু ৪ আগস্টের প্রস্তুতি সভার যাবতীয় দায়িত্ব জয়াকেই দেওয়া হয়েছে, তাই ওই কমিটিতে জয়ার থাকার একটা ক্ষীণ সম্ভাবন তৈরি হয়েছে বৈকি৷ টিএমসিপির এক নেত্রীর কথায়, জয়ার এই কমিটিতে জায়গা পাকা৷ কারণ জয়া দলের শীর্ষ নেতৃত্বের অনেকেরই স্নেহধন্যা৷

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০২   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ