ভাষা সৈনিক এম, এ মোতালেব চলে গেলেন না ফেরার দেশে

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ভাষা সৈনিক এম, এ মোতালেব চলে গেলেন না ফেরার দেশে
মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ এম. এ মোতালেব সোমবার ৩০ শে জুলাই সকাল ১০ টায় ইন্তেকাল করেছেন মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০৯, ইন্না লিল্লাহি……….রাজিউন সকালে তিনি শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এম,এ মোতালেব নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বরণ্য ক্রীড়া সংগঠক, তাঁর কর্মময় জীবনে জেলা ক্রীড়াঙ্গনের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন । তাঁর ইন্তেকালে জেলা ক্রীড়াঙ্গন একজন অভিভাবক হারালেন । জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীগণ গভীরভাবে শোকাহত ।
এম. এ মোতালেব নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকুর চাচা ও সাবেক কমিশনার আজাহারুল ইসলামের পিতা , বায়ান্নর ভাষা আন্দোলনে এম. এ মোতালেব সক্রিয় ভুমিকা রেখেছেন, তিনি নারায়ণগঞ্জ জেলা প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করেন । নারায়ণগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ও রাইফেল ক্লাবের সহ-সভাপতি ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর অনারারী সেক্রেটারী এবং ক্লাবের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন । একজন শিক্ষানুরাগী হিসেবে তিনি বার একাডেমী স্কুলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আজিমউদ্দিন ভুঁইয়া ট্রাষ্টের অন্যতম প্রতিষ্টাতা ও উদ্যোক্তা ছিলেন , বাংলাদেশ রাবার প্লান্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন । তাঁর সামাজিক কর্মকাণ্ড ঈর্ষনীয় । শিক্ষা জীবনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনে । পেশাগত জীবনে নিজেকে একজন সফল মানুষ হিসেবে গড়েছেন । ব্রিটিশ আমলে বন বিভাগের সরকারী কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন , পরবর্তীতে নিজ উদ্যোগে ব্যাবসা শুরু করেন ও পাট রপ্তাণীকারক হিসেবে সুনাম অর্জন করেন । মিসর ও জার্মানির পাট রপ্তাণীবিষয়ক বৈদেশিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন সুনামের সহিত , তিনি পাট রপ্তাণীকারক প্রতিষ্ঠান “গসফি ট্রেডিং কোম্পনী”র স্বত্বাধিকারী ছিলেন ।

বাংলাদেশ সময়: ১:৫৫:৩৬   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বঙ্গবন্ধুর জীবন এক বৃহৎ মহাকাব্য - কৃষিমন্ত্রী
উন্নয়ন প্রকল্পগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়নের তাগিদ কৃষিমন্ত্রীর
নীলফামারীর ডোমারে বিএডিসি’র খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী
তেলের পর বাজারে বেড়েছে চিনি ও আটার দাম
দেশ যত উন্নতই হোক কৃষির উন্নতি না হলে মানুষের আয় বাড়বে না - কৃষিমন্ত্রী
প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগী হওয়ার তাগিদ
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে সহযোগিতা বৃদ্ধির আহ্বান কৃষিমন্ত্রীর
দেশে সেচ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে - কৃষিমন্ত্রী
উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বাণিজ্যমন্ত্রী

আর্কাইভ