১৯-এর ব্রিগেডে মোদীর দলের ‘বিভীষণ’দের আমন্ত্রণ মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ১৯-এর ব্রিগেডে মোদীর দলের ‘বিভীষণ’দের আমন্ত্রণ মমতার
মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮



---টার্গেট দিল্লি৷ টার্গেট ৪২-এ ৪২৷ মূলত সেই লক্ষেই সোমবারই দুপুরের বিমানে দিল্লি রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার সেখানে কনস্টিটিউশ ক্লাবে বিশপদের একটি অনুষ্ঠানে যোগ দেন৷ পরে বিকেলে তৃণমূল সুপ্রিমো আইনজীবী রাম জেঠমালানির বাড়ির উদ্দেশ্যে রওনা হন৷ পূর্ব পরিকল্পনা মতই সেখানে বিজেপির বিরুদ্ধে ঘুঁটি সাজানোর বৈঠক হয়৷ বৈঠকে যোগ দেন যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন সিনহা৷ এরপর রাত ৮টায় শরদ পাওয়ার বাড়িতে বৈঠক হওয়ার কথা রয়েছে মমতার৷

আইনজীবী রাম জেঠমালানি সহ বাকি দুজনকেই ১৯-এর ব্রিগেডে আমন্ত্রণ জানান মমতা৷ খবর ছিলই, মূলত বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানাতেই তাঁর এবারের এই দিল্লি সফরেই৷ এই বৈঠকের পর তা আরও পরিষ্কার হয়ে যায় রাজনৈতিক মহলে৷ কথা রয়েছে, কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাতেরও৷ যদিও, একুশের মঞ্চ থেকেই তিনি পরিষ্কার করেছিলেন ব্রিগেডে বিরোধী শিবিরের যোগ দেওয়ার বিষয়টি৷ সেদিনই জানা গিয়েছিল সনিয়া গান্ধীকেও আমন্ত্রণ জানানো হবে ব্রিগেডের সভায়৷

কাজেই এবারের মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর রাজনৈতিকভাবে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী জোটকে শক্তিশালী করতেই এবারের এই সফরকে পুরো মাত্রায় কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ সঙ্গে সঙ্গে উন্মুক্ত হচ্ছে ফেডারেল ফ্রন্টের সম্ভাবনার দিকটাও৷

বাংলাদেশ সময়: ২০:০৯:৩৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ