তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধির প্রয়াণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধির প্রয়াণ
মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮



---আশঙ্কা বাড়ছিল সোমবার রাত থেকেই। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের তামিলনাড়ু প্রদেশের একাধিকবারের মুখ্যমন্ত্রী ও ডিএমকে দলের প্রধান মুথুভেল করুণানিধি ওরফে কলাইগনার।

ভারতীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার মৃ্ত্যু হয়। বয়স হয়েছিল ৯৪ বছর। রয়েছে চার ছেলে ও দুই মেয়ে। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ভারতের সব দলের পক্ষ থেকেই শোকবার্তা দেয়া হয়েছে প্রবীণ নেতার মৃত্যুতে। চেন্নাই রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তামিলনাড়ু জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে হাসপাতালে ভর্তি ছিলেন করুণানিধি, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই বেসরকারি হাসপাতাল চত্ত্বর।

সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন প্রচুর সাধারণ মানুষ।

গত ১৮ জুলাই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন করুণানিধি।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শ্বাসনালীতে সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ২৬ জুলাই হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল। স্থিতিশীল রয়েছেন ডিএমকে নেতা।

কিন্তু সোমবার রাতে জানানো হয়, তার অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে জানানো হয়, ‘অত্যন্ত সঙ্কটজনক’ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যুর কথা ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, মেরিনা বিচে করুণানিধির শেষকৃত্য হবে। এই মেরিনা বিচেই অধিকাংশ তামিল রাজনীতিবিদের সমাধিস্থল রয়েছে। তামিল রাজনীতির আরেক আইকন জয়ললিতাকেও এখানেই সমাধিস্থ করা হয়। তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সেখানে হবে বলেই জানা গিয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৫   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ