সিরিয়ায় অপহৃত জাপানি সাংবাদিকের মুক্তি চান স্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় অপহৃত জাপানি সাংবাদিকের মুক্তি চান স্ত্রী
মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮



---গত তিন বছরের বেশি সময় ধরে সিরিয়ায় জঙ্গিদের কাছে আটক এক জাপানি সাংবাদিককে উদ্ধারে আহ্বান জানিয়েছেন তার স্ত্রী। খবর এনডিটিভির।

জিম্মি থাকার একটি ভিডিও গত সপ্তাহে প্রকাশিত হলে মঙ্গলবার স্বামীকে উদ্ধারে আহ্বান জানান তার স্ত্রী।

৪৪ বছর বয়সী জুম্পেই ইয়াশুদা একজন ফ্রিল্যান্স সাংবাদিক। ২০১৫ সালের জুনে সিরিয়ায় অপহৃত হন। গত সপ্তাহে প্রকাশিত একটি ভিডিওতে তার খারাপ অবস্থার কথা জানানো হয়।

টোকিও-তে এক সংবাদ সম্মেলনে ইয়াশুদার স্ত্রী মাইয়ু বলেন, ‘জাপানের প্রচুর মানুষ- তার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুরা আমার স্বামীর জন্য অপেক্ষা করছে।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দয়া করে আমার স্বামীকে দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন। একজন স্ত্রী এবং তার পরিবার হিসেবে আমি তাকে জাপানের মাটিতে ফেরত চাই।’

গত সপ্তাহে ইয়াশুদা ও ইতালির নাগরিক আলেসান্দ্রো সানদ্রিনি-কে দুটি পৃথক ভিডিও-তে একইভাবে উপস্থাপন করা হয়।

তাদের দুজনের পরনে কমলা রঙের পোশাক ছিল। একজন সশস্ত্র ব্যক্তি তার পেছনে দাঁড়ানো ছিল। এর আগে ইসলামি স্টেটের(আইএস) জঙ্গিদের হাতে আটক জিম্মিদের অধিকাংশ ভিডিও-তে এই রঙের পোশাকেই দেখা গেছে।

তবে এই ভিডিওতে কোন জঙ্গি গোষ্ঠী জড়িত বা তাদের দাবি কি তা নিশ্চিত হওয়া যায়নি।

২০০৮ সালে ইয়াশুদাকে বিয়ে করেন মাইয়ু। এর আগে স্বামীর অপহরণের বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি মাইয়ু। তার আশঙ্কা ছিল, এতে করে তার মুক্তি পেতে ঝামেলা হতে পারে।

ভিডিওটি দেখে তিনি বলছেন, তার ধারণা তার স্বামীর পরিস্থিতি ভালো নয় এবং তাকে জরুরি ভিত্তিতে মুক্ত করার দরকার।

আল-কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্ট সিরিয়ার উত্তরাঞ্চল থেকে ইয়াশুদাকে অপহরণ করেছে বলে ধারণা করছে তার পরিবার।

সর্বশেষ ভিডিওতে, ইয়াশুদা নিজেকে কোরিয়ার নাগরিক বলে ভিন্ন নামে পরিচয় দিয়েছেন। তবে তিনি জাপানি ভাষায় কথা বলেছেন।

২৫ জুলাই রেকর্ড করা ভিডিওতে তিনি বলেছেন, তার অবস্থা খারাপ এবং সহযোগিতার জন্য আহ্বান জানান।

ইয়াশুদা কেন নিজেকে কোরিয়ান নাগরিক বলে পরিচয় দিয়েছেন তা বলতে পারছেন তার স্ত্রী মাইয়ু। তবে তিনি নিশ্চিত করেছেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্বামী।

জাপানের কর্মকর্তারা মাইয়ুর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। জিম্মিকারীরা এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করেনি।

২০১৫ সালে জাপানের যুদ্ধবিষয়ক সংবাদদাতা কেনজি গোতো ও তার বন্ধু হারুনা ইউকাওয়াকে শিরশ্ছেদ করে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩১   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ