রাতেই শুনানি, চেন্নাই পৌঁছেই সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাতেই শুনানি, চেন্নাই পৌঁছেই সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
বুধবার, ৮ আগস্ট ২০১৮



---শেষকৃত্যর অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দেশের অন্যতম রাজনেতার মৃত্যু দুঃখজনক। বড় নেতার মৃত্যুতে সমাধিস্থল নিয়ে রাজনীতি করা উচিত নয়।

ইতিমধ্যে তামিলনাড়ু পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ইস্যুতে ডিএমকে-র পাশে দাঁড়িয়েছে সব দল। রাহুল গান্ধী, ইয়েচুরি, রজনীকান্ত ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছে।

রাত বাড়তেই উত্তপ্ত চেন্নাই৷ করুণানিধির শেষকৃত্যর অনুষ্ঠান ঘিরে গোলমাল শুরু হয়েছে৷ বিক্ষোভ শুরু হয়েছে৷ সকলের দাবি, মেরিনা মেমোরিয়ালে সমাধিস্থ করতে হবে কলাইনারকে৷

কারণ, সেখানেই সমাধিস্থ করা হয়েছে করুণানিধির রাজনৈতিক গুরু আন্নাদুরাইকে৷ আন্নার পাশেই সমাধিস্থ করা হোক করুণানিধিকে৷ এমনটাই চাইছেন তাঁর অনুগামীরা৷

তাই ডিএমকের তরফে মেরিনাবিচেই দলের সভাপতির মরদেহ সমাধিস্থ করতে চাওয়া হয়েছিল৷ কিন্তু তামিলনাড়ুর এআইডিএমকে সরকার সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে বলে খবর৷ তারা জানিয়েছে, আইনি জটিলতায় সেখানে জায়গা দেওয়া যাবে না৷
প্রধান বিচারপতির বাড়ির সামনে আইনজীবীরা।

প্রতিবাদে পথ অবরোধ হয়েছে৷ ডিএমকে সমর্থকরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভমের বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছে৷ সেখানেই বিক্ষোভ হতে পারে৷

এই পরিস্থিতিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ডিএমকে-র তরফে৷ আর কিছুক্ষণ পর রাত সাড়ে দশটাতেই শুনানি৷ সেখানেই ঠিক হবে কোথায় সমাধিস্থ করা হবে কলাইনারকে৷

বাংলাদেশ সময়: ১৪:৩২:৪৬   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ