সাভারে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ৮ আগস্ট ২০১৮



---সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীক গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

বুধবার সকালে সাভার নিউমার্কেট ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নড়াইল জেলার সদর থানার কমলাপুর গ্রামের মো. দেলোয়ার খানের ছেলে মো. ফিরোজ খান (২৬), রংপুর জেলার মিঠাপুকুর থানার জগদানপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. শফিউল আলম (২৮)। এদের মধ্যে ফেনসিডিলের ডিলার মো.ফিরোজ খান রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থেকে ওই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এছাড়া ইয়াবাসহ গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার সদর থানার পুরান পান বাজার এলাকার মৃত দুলাল চৌধুরীর ছেলে অমিত চৌধুরী উত্তম (৪০)।

অন্যদিকে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। এরা হলেন- আলাউদ্দিনের ছেলে মো. রাজু (৪০) ও আলম হোসেনের ছেলে আলামিন (৩৫)। এছাড়াও আশুলিয়ার ইউনিক এলাকা থেকে ১০০ পুড়িয়া হিরোইনসহ মো. আমজাদ (৪২) এবং ডেন্ডাবর এলাকা থেকে ১০০ পুড়িয়া হিরোইনসহ শরীফ (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার নিউ মার্কেট এলাকা থেকে মাদক বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার ডিলার অমিত চৌধুরী উত্তমকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৫০   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ