বাংলাদেশ আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্কের সেতু হতে পারে - পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্কের সেতু হতে পারে - পরিকল্পনামন্ত্রী
বুধবার, ৮ আগস্ট ২০১৮



---দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলো শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক
অগ্রগতিতে হাতে হাত ধরে চলবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম
মুস্তফা কামাল। আজ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট
আসিয়ান-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ ইন্দোনেশিয়া
দূতাবাসে ‘ঢাকা আসিয়ান কমিটি’ (ডাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব
দিয়ে শান্তিপূর্ণ এশিয়া গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক,
অর্থনৈতিক এবং সাংস্কৃতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়েও বাংলাদেশ সর্বোচ্চ
গুরুত্ব দিয়ে কাজ করছে। বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর
সঙ্গেও সক্রিয়ভাবে কাজ করছে। এআরএফ এবং আসিয়ানের পারস্পরিক সম্পর্ক শুধু
দুটি ঐতিহাসিক অঞ্চলের মধ্যে শুধু সেতুবন্ধই রচনা করবে না, এর সঙ্গে
বিনিয়োগ বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়েও অবদান রাখবে।
মন্ত্রী আরো বলেন, দক্ষিণ-পূর্ব এশিযার রাষ্ট্রগুলো নিয়ে গঠিত
রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের প্রবেশদ্বার থাইল্যান্ড। ওদিকে
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংস্থা সার্কের শেষ সীমান্তে রয়েছে বাংলাদেশ। তাই
বাংলাদেশ আসিয়ান ও সার্কভুক্তদেশগুলোর মাঝে সম্পর্কের সেতু হতে পারে। ফলে,
এসব দেশগুলোর মধ্যে বাণিজ্য ও কানেকটিভিটি বাড়াতে সাহায্য করবে।
পাশাপাশি ১০ সদস্যের আসিয়ান জোটে নতুন সদস্য হিসেবে বাংলাদেশেরও
অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে
বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়। তাই বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার চেষ্টা
করছে যাতে পূর্ব দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো মজবুত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা
পৃথিয়াসমিয়ারসি সোমারনোসহ আসিয়ান দেশগুলোর হাইকমিশনার এবং
সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বিশেষ করে মিয়ানমারের রাষ্ট্রদূত
লুইন উ’সহ সকল অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান বিশ্বের অন্যতম

একটি আলোচ্য বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যা। বিশেষ করে বাংলাদেশের জন্য
একটি অত্যন্ত বিপদাশঙ্কাপূর্ণ সমস্যা। এটি বাংলাদেশের আর্থসামাজিক
অবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এ সমস্যা সমাধানে বিশ্ব সমাজকে এগিয়ে
আসতে হবে, আসিয়ানের মতো আন্তর্জাতিক জোটের ভূমিকা এক্ষেত্রে
অগ্রগণ্য। মিয়ানমারকে এ বিষয়ে আন্তরিক ও বন্ধুসুলভ আচরণের জন্য তিনি
আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৪   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ