জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকার বিচার সামগ্রিক হতে হবে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকার বিচার সামগ্রিক হতে হবে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বুধবার, ৮ আগস্ট ২০১৮



---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সপরিবারে হত্যাকার আং‌শিক বিচার
হয়েছে। যারা সরাস‌রি হত্যাকার অংশ নিয়েছে শুধু তাদের বিচার হয়েছে।
কিন্তু নেপথ্যে যারা মূল পরিকল্পনা করেছিল তাদের কিছুই হয়নি। আংশিক
বিচারে হবে না, বিচার সামগ্রিক হতে হবে। তবেই বিচার পূর্ণতা পাবে।
আজ বগুড়া জেলার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং শাজাহানপুর, ধুনট,
শেরপুর, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া ও সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
উদ্বোধন শেষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সব মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন বক্তব্য রেকর্ড করে
আজীবন তা সংরক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৫ আগস্ট থেকে
মুক্তিযোদ্ধাদের বিনাখরচে চিকিৎসা ও ওষুধ সুবিধা প্রদান করতে যাচ্ছে
সরকার। মৃত্যুর পরে সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার লক্ষ্যে
প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, দেশের সব যুদ্ধক্ষেত্র ও বদ্ধভূমিতে একই ডিজাইনে
স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। বিসিএস পরীক্ষায় ১৯৪৭ থেকে ১৯৭০ সাল
পর্যন্ত সময়কালীন বিভিন্ন ঘটনাবলির ওপর ৫০ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস
বিষয়ে ৫০-সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
ভবন নির্মাণ প্রকল্পের আওতায় দেশের সব জেলা ও উপজেলায় একটি করে
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করছে।
বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময়
সভায় বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি
মমতাজ উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০:২২:৩২   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ