নিউটাউনে ১০০ কোটির বিনিয়োগের ঘোষণা ইনফোসিসের

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউটাউনে ১০০ কোটির বিনিয়োগের ঘোষণা ইনফোসিসের
মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮



---রাজ্যে পা রাখার কথা আগেই ঘোষণা করেছিল ইনফোসিস৷ এবার বিনিয়োগের ডালি নিয়ে বাংলায় হাজির হল এই আইটি সংস্থা৷ যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা রাজ্যে এবার দ্বিতীয় সিলিকন ভ্যালি হবে৷

প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করে রাজারহাট-নিউটাউনে আইটি হাব গড়ে তুলবে ইনফোসিস৷ নিউটাউনের প্রায় ৫০ একর জমিতে প্রথম পর্যায়ে ৫ লক্ষ ২৫ হাজার বর্গফুটের সফটওয়ার ডেভেলপমেন্ট কেন্দ্র গড়ে তুলবে তারা৷ রাজ্য সরকারের আশা, এতে প্রাথমিক ভাবে ১০০০ ইঞ্জিনিয়ারের চাকরি হবে৷

সোমবার নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, ইনফোসিসের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউ রামাদাস কামাথ সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আমলা৷

সংস্থার তরফে রাজ্যে প্রথম বার বিনিয়োগের কথা ঘোষণা করলেন ইউ রামাদাস কামাথ৷ জানান, একবার সব অনুমোদন পাওয়া হয়ে গেলে ১৫ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ করা যাবে৷ ইনফোসিস যখন এই ঘোষণা করছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চওড়া হাসি৷

পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলায় এবার দ্বিতীয় সিলিকন ভ্যালি হবে৷ আমাদের বিশ্বজয় করতেই হবে৷’’ লগ্নিকারীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বাংলা শিল্পবান্ধব৷ সারা বিশ্বের বিনিয়োগের সেরা গন্তব্য এই রাজ্য৷ এবার কলকাতায় বিনিয়োগ করুন৷ তিনি জানান, বেঙ্গালুরু ও হায়দরাবাদে আর জায়গা নেই৷ তাই কলকাতায় এসে বিনিয়োগ করুন৷

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩২   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ