বঙ্গবন্ধু বিশ্বমানবতার পথপ্রদর্শক - কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু বিশ্বমানবতার পথপ্রদর্শক - কৃষিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর হত্যাযজ্ঞ ১৫ আগস্ট ১৯৭৫। এ হত্যাযজ্ঞ বঙ্গবন্ধুকে
তাঁর প্রিয় বাংলাদেশ কিংবা বাঙালি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি বরং দিনে দিনে
বিশাল থেকে বিশালতর হয়ে তিনি বিশ্বমানবতার পথপ্রদর্শক হয়ে আছেন। ঘাতকচক্র
বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর ত্যাগ ও
তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে প্রোথিত হয়ে আছে।
জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এখন আমাদেরকে তাঁর স্বপ্নের
সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। দারিদ্র্য, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত,
শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে
অবশ্যই জয়ী হতে হবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ
আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩ তম
শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ঘাতকরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে চায়নি, তারা
বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। স্বাধীনতাবিরোধী সেই ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা
করে ক্ষান্ত হয়নি তারা চেয়েছিল বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যেতে না পারে;
তাই তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। এসব ঘাতক চক্র,
স্বাধীনতাবিরোধী চক্রকে প্রতিহত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী
স¤্রাট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর
ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র আলহাজ
সাঈদ খোকন, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন যুবলীগ
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ
আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত
বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী
বলেন, ফুলের মতো নিষ্পাপ শিশু শেখ রাসেলকে নরপশুরা নির্মমভাবে হত্যা করে। সেই
ঘাতকচক্র ও তাদের অনুসারীরা এখনও সক্রিয় তারা বিভিন্নভাবে মিথ্যার আশ্রয় নিয়ে
গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:৩৯   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ