বিজেপিকে হটিয়ে ভারতকে স্বাধীন করার ঘোষণা মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিজেপিকে হটিয়ে ভারতকে স্বাধীন করার ঘোষণা মমতার
বুধবার, ১৫ আগস্ট ২০১৮



---২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপিকে হটিয়ে ভারতকে স্বাধীন করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় বেহালায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন মমতা।

তিনি বলেন, বিজেপি দেশকে পরাধীন করেছে। এর আগে রাজ্যসভায় সাংবাদিক বৈঠকে এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন। তাদের বাবা-মার বার্থ সার্টিফিকেট আছে? অমিত শাহর পিতাজি-মাতাজির বার্থ সার্টিফিকেট আছে? অটলজি অসুস্থ, না হলে তাকেও জিজ্ঞাসা করতাম, তার বাবা-মার বার্থ সার্টিফিকেট আছে কি না।

নিজের কথা উল্লেখ করে মমতা বলেন, আমার যেমন বার্থ সার্টিফিকেট নেই। এই বাংলার একটি গ্রামে আমার জন্ম হয়েছিল। জন্মের পরে মা কলকাতায় চলে আসেন। ভাগ্যিস বাংলায় জন্মেছিলাম, নাহলে বলত অনুপ্রবেশকারী। তবে আমার বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট নেই। চাইলে দিতে পারব না।

এদিন অাসাম থেকে বেঙ্গল ইউনাইটেড ফোরামের প্রতিনিধিরা রাজ্যসভায় এসে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করেন। তাদের কাছে দুর্ভোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। তারা মমতাকে বলেন, প্রতিবাদ করলেই ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া হয়েছে। জেলে পোরা হচ্ছে।

পরে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য তুলে ধরে বলেন, ‘১৯৬৪, ১৯৬৫, ১৯৬৬ সালের পরিচয়পত্র ও সার্টিফিকেট থাকা সত্ত্বেও, অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। স্বাধীনতা সংগ্রামী ধ্রুবজ্যোতিপ্রসাদ বসুর পরিবারের সদস্যদের নামও বাদ গিয়েছে। ৪০ লক্ষের মধ্যে ২৫ লক্ষ হিন্দু বাঙালি, ১৩ লক্ষ মুসলিম বাঙালি এবং দু’লক্ষ অন্য ভাষাভাষীর মানুষ আছে। এটা বাংলাভাষী মানুষের উপরে আক্রমণ। যাতে কেউ প্রতিবাদ না করে, তার জন্য নানারকম ভয় দেখানো হচ্ছে। অাসাম সরকার আমাদের বিরুদ্ধেও কেস করেছে। তবে আমরা কিছুতেই ভয় পাই না।’

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৩   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ