৩৯ দেশে উপস্থিত আরএসএস, খুশি হবেন মমতা?

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৩৯ দেশে উপস্থিত আরএসএস, খুশি হবেন মমতা?
বুধবার, ১৫ আগস্ট ২০১৮



---এনআরসি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে আরএসএস-এর উপস্থিতির কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছিলেন মঙ্গলবার৷ তবে মুখ্যমন্ত্রীকে যাঁরা তথ্য সরবরাহ করেছেন, তা হয়তো জানবেন, বিদেশের মাটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রসার গত কয়েকদশক ধরেই চলছে৷ বিদেশের মাটিতে সঙ্ঘের বিস্তারের ইতিবৃত্ত জানলে হয়তো খুশি হবেন না বাংলার মুখ্যমন্ত্রী৷

বিশ্বের ৩৯ দেশে উপস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)৷ ঘরের কাছে প্রতিবেশি নেপালেই শুধু নয়, তিনিটি ইংরাজিভাষী দেশে – ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উজ্জ্বল উপস্থিতি রয়েছে৷ আরএসএস-এর শাখা ওই ৩৯ দেশে ছড়িয়ে রয়েছে৷ সব থেকে বেশি আরএসএসের শাখা নেপালেই রয়েছে৷ মার্কিন দেশে দিনে দিনে বাড়ছে আরএসএসের শাখা৷ নেপালের পরে মার্কিন যুক্তরাষ্ট্রেই ১৭২টি শাখা রয়েছে আরএসএস-এর৷ তাও এই পরিসংখ্যান ২ বছর আগেকার৷ ২০১৮ সংখ্যাটি আরও বড় হবে৷ বিত্তশালী Indian-American দের মধ্যে আরএসএসের জনপ্রিয়তা চোখে পড়ার মতো৷

ওয়াশিংটনের গবেষণাকারী সংস্থা Pew Research Center চার বছর আগের গবেষণার রিপোর্টে জানিয়েছিল, মার্কিন দেশে বসবাসকারী হিন্দুর সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ০.০৭ শতাংশ৷ কিন্তু ওই দেশের সমস্থ জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে উচ্চ শিক্ষিতের হার হিন্দুদের মধ্যেই সব থেকে বেশি৷ ৭৭ শতাংশ হিন্দুদের কলেজ এবং পোস্ট গ্র্যাডুয়েড ডিগ্রি রয়েছে৷ ৭০ শতাংশ হিন্দুদের উচ্চপদে চাকরি রয়েছে৷ তাঁরা প্রতিষ্ঠিত৷ মাথাপিছু আয় ৫০ হাজার ডলার৷ এছাড়াও ৭৯ শতাংশ হিন্দু মনে করেন ধর্ম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

সাংবাদিক ওয়াল্টার আন্ডারসন এবং শ্রীধর ডি ডামলে, তাঁদের বই ‘The RSS: A View to the Inside’ উল্লেখ করেছেন, মার্কিন দেশে সঙ্ঘের (যা US HSS বা হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘ) শাখায় প্রতিদিন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর সংখ্যা পাঁচ থেকে সাত হাজার৷ তবে মাঝে মাঝে যাঁরা আসেন বা পারিবারিক অনুষ্ঠানগুলিকে এই হিসাবে রাখা হলে সংখ্যাটি আরও কয়েকগুণ বেশি হবে৷ বিদেশে প্রতিটি হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের শাখা স্বয়ংশাসিত৷ রয়েছে হিন্দু সেবিকা সমিতিও৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের শাখাগুলিতে সেবিকা সমিতি নেই৷ কারণ ওই দেশগুলিতে হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের টাকা পরিবারকেন্দ্রিক৷

বিশ্বের যেখানেই সঙ্ঘের পায়ের ছাপ পড়েছে, সেখানেই বিস্তারক বা বিস্তারিকারা সঙ্ঘের মাহাত্মকে প্রচার করার চেষ্টা করেছে৷ হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের প্রশিক্ষণ শিবির সঙ্ঘ শিক্ষা বর্গ থেকেই সঙ্ঘিরা নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দফতরে আসার সুযোগ পেতে পারবে৷ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া কিংবা কেনিয়া বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও একই নিয়ম চলে৷

বাংলাদেশ সময়: ১৬:০০:০৬   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ