স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবারও বিজেপির বিরুদ্ধে রণংদেহী মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবারও বিজেপির বিরুদ্ধে রণংদেহী মমতা
বুধবার, ১৫ আগস্ট ২০১৮



---আবারও বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। বেহালার ম্যান্টনে মধ্যরাতের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘‘আজকে সত্যিই ভারতবর্ষের নাগরিক আমরা স্বাধীন? দেশের এমন করুন অবস্থা আগে কখনও হয়নি৷’’ বিজেপির রাজ্য নেতৃত্বকে চাঙ্গা করতে দিন কয়েক আগেই অমিত শাহ সভা করে গিয়েছেন কলকাতায়। সেদিনের রেশ টেনে বিজেপিকে একহাত নিলেন মমতা।

তিনি এদিন বলেন, দেশে সুপার ইমারজেন্সি অবস্থা চলছে। ‘‘চার বছর ক্ষমতায় এসে দেশটাকে বিক্রি করে দিয়েছেন।’’ অসম ইস্যুতেও কড়া ভাষায় এদিন বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল দলনেত্রী। জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আসামের মানুষেরা যে বিপদে পড়েছেন তাদের পাশে আছেন না নেই? বাংলা ভাষায় কথা বললে ভোটার লিস্টে নাম বাদ যাবে কেন?’’

তৃণমূল নেত্রীর অভিযোগ, এনআরসি-র নাম করে ৪০ লক্ষ ৭০০০ হাজার লোকের নাম বাদ দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। যার মধ্যে ৩৮ লক্ষ বাঙালী। এর মধ্যে ২৫ লক্ষ হিন্দু আর ১৩ লক্ষ বাঙালি মুসলমান। আর ২ লক্ষ বিহারী, অসমীয়া, নেপালী এবং রাজস্থানী। বাংলা ভাষায় কথা বললেই সেখানকার মানুষদের ওপর চলছে অকথ্য অত্যাচার।

তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আজকে ইলিশ মাছ অনুপ্রবেশকারী না শরণার্থী? উত্তর দিন। ঢাকাই অনুপ্রবেশকারী না শরণার্থী না উদ্বাস্তু ? উদ্বাস্তুদের দুঃখ জানেন?’’ এদিনের মঞ্চ থেকে ২০১৯ শে বিজেপি উৎখাত করার ডাক দেন তিনি। হুশিয়ারি দিয়ে বলেন, ‘‘৩৪ বছর অনেক দেখেছি, আর ৬ মাস দেখব। আমাকে আঘাত করলে, আমি প্রত্যাঘাত করি। তখন আমি টর্নেডো, তুফান হয়ে যাই৷’’

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৭   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ