‘ইরানকে পরাজিত করার বাসনা কখনো পূরণ হবে না’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘ইরানকে পরাজিত করার বাসনা কখনো পূরণ হবে না’
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮



---ইরানকে পরাজিত করার বাসনা শত্রুদের কখনো পূরণ হবে না, এই বাসনা নিয়েই তাদের কবরে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এ মন্তব্য করেন রুহানি।

তিনি বলেন, ‘শত্রু ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে এদেশের জনগণকে কষ্ট দিতে চায়। কিন্তু ইরানের সরকার ও জনগণ নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে শত্রুর সে পরিকল্পনা বানচাল করে দেবে। অন্যায়, অবৈধ ও নির্দয় নিষেধাজ্ঞা আরোপ করে ইরানি জাতিকে পরাজিত করা যাবে না।’ খবর পার্সটুডের।

সারাবিশ্বের সঙ্গে ইরান সংলাপ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে রুহানি বলেন, মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে নেয়া পদক্ষেপের মাধ্যমে আলোচনার পরিবেশ নষ্ট করে ফেলেছে।

ইরাক, সিরিয়া, লেবানন এবং এমনকি উত্তর আফ্রিকার দেশগুলোতে গত কয়েক বছরের তুলনায় অপেক্ষাকৃত ভালো নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে বলে সন্তোষ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট।

তিনি কাস্পিয়ান সাগরের সম্পদ বন্টনের ব্যাপারে সম্প্রতি এর উপকূলবর্তী দেশগুলোর মধ্যে সই হওয়া কনভেনশনের কথা উল্লেখ করে বলেন, এই কনভেনশনের মাধ্যমে কাস্পিয়ান সাগরে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে এই সাগরে আমেরিকা ও ন্যাটো জোটের উপস্থিতির ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২:৪১:২১   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ