বাজপেয়ীর মৃত্যুতে ট্যুইটার জুড়ে শুধুই মন খারাপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাজপেয়ীর মৃত্যুতে ট্যুইটার জুড়ে শুধুই মন খারাপ
বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮



---রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ: ‘শ্রী অটলবিহারি বাজপেয়ীর প্রয়াণ বার্তায় শোকস্তব্ধ৷ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন প্রকৃত দেশপ্রেমী ছিলেন তিনি৷ তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা, দূরদর্শিতা, প্রাজ্ঞতা ও বাগ্মীতায় মুগ্ধ করেছিলেন আপামর ভারতবাসীকে৷ নিজের দক্ষতায় গড়ে তুলেছেন মৈত্রীর বাতাবরণ৷ দেশবাসী তাঁর চলে যাওয়ার ক্ষতি অনুভব করবে’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : অটলজির চলে যাওয়া আমার অপূরণীয় ও ব্যক্তিগত ক্ষতি৷ তাঁর সঙ্গে ভালো সময়ের অসংখ্য স্মৃতি রয়েছে আমার৷ তাঁর রসিকতা, বাগ্মীতা ও মেধার গুণমুগ্ধ ভক্ত ছিলাম আমি৷ বিজেপির অন্যতম নেতা হিসেবে তিনি আমার পথপ্রদর্শক ছিলেন৷

রাজ্যবর্ধন রাঠোর: একজন বড় মাপের কবি, একজন সাহসী প্রধানমন্ত্রী যিনি পোখরানের ঘটনাকে বাস্তবে রূপ দিতে ভয় পাননি৷ ভারতীয় রাজনীতিতে আরেক জন অটলবিহারি বাজপেয়ী হবেন না৷ একটা যুগের অবসান ঘটল তাঁর মৃত্যুতে৷ দেশের পক্ষে অপূরণীয় ক্ষতি৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং: অটলজির চলে যাওয়া মেনে নেওয়া কঠিন৷ নিজের ভাব প্রকাশের ভাষা নেই৷ শক্তিশালী ভারতের গড়ে ওঠার পিছনে তাঁর অবদান ভোলার নয়৷ ভারতের একতা, শান্তি ও সম্প্রীতির প্রতিমূর্তি ছিলেন তিনি৷ আদর্শ দেশনেতা ছিলেন অটলজী৷ তাঁর চলে যাওয়া আমার ব্যক্তিগত ক্ষতি৷

অমিত শাহ: অটলজির চিন্তা, তার কবিতা, তার দূরদর্শিতা এবং তার রাজনৈতিক দক্ষতা সবসময় আমাদের পথ দেখাবে৷ সবাইকে দিক নির্দেশ করবে৷ ভারতীয় রাজনীতিতে এমন এক শিখরে তিনি পৌঁছেছিলেন, যেখান থেকে সবাই তাঁর প্রতি শ্রদ্ধায় মাথা নত করে৷ আমি তাঁর মৃত আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। শান্তি শান্তি৷

মমতা বন্দ্যোপাধ্যায়: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকস্তব্ধ৷ আদর্শ দেশনেতা চলে গেলেন৷ তিনি আর আমাদের মধ্যে নেই৷ তাঁর মৃত্যু দেশের ক্ষতি৷ তাঁর সঙ্গে কাটানো সময় আমার কাছে মূল্যবান৷ তাঁর পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ও সমবেদনা রইল৷

ভেঙ্কাইয়া নাইডু: তাঁর শ্লোগান জয় জওয়ান, জয় কিষাণ ও জয় বিজ্ঞান জলপ্রিয় হয়ে উঠেছিল৷ তাঁর গুরুত্ব এখন আমরা বুঝতে পারি৷ প্রতিরক্ষা, বিজ্ঞান ও কৃষি ক্ষেত্রের প্রতি তাঁর গুরুত্ব দেওয়ার সুফল আজ দেশ ভোগ করছে৷

সুরেশ প্রভু : শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকস্তব্ধ৷ তিনি ভারতীয় রাজনীতির মহান নেতা ছিলেন৷ আমার কাছে ছিলেন পিতৃতুল্য৷ তাঁর সঙ্গে কাজ করা ও তাঁর সঙ্গে সময় কাটানোর আমার জীবনের অমূল্য সম্পদ ও স্মৃতি৷ তাঁর পরিবার পরিজনদের জানাই আমার আন্তরিক সমবেদনা৷

রাহুল গান্ধী : ভারত তাঁর অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে হারাল৷ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী জি, লক্ষ মানুষের হৃদয়ে থেকে যাবেন৷ প্রত্যেকের ভালবাসার ও কাছের মানুষ ছিলেন তিনি৷ তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা ৷ আমরা তাঁর ক্ষতি অনুভব করব৷

হরসিমরত কউর বাদল: তাঁর মত নেতা খুঁজে পাওয়া দুস্কর৷ তিনি নিজেই একজন দুর্লভ মাপের নেতা হারাল দেশ৷ একের পর এক নজির তৈরি করেছেন তিনি৷ আদর্শ দেশনেতা ছিলেন অটলজী৷ জনগণের নেতা ছিলেন৷ তাঁর হাত ধরেই এই দেশ ‘মহান’ হয়ে উঠেছিল৷ ভারত তাঁর রত্নকে হারাল৷

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৫   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ