দেবের কাছে বিজনেস ক্লাসের টিকিট চাইছেন নায়িকারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেবের কাছে বিজনেস ক্লাসের টিকিট চাইছেন নায়িকারা
শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮



---কখনও পূজা, কখনও বা কৌশানী। কলকাতা থেকে এ দুই নায়িকা উজবেকিস্তান যাবেন। আর সে জন্য বিমানে বিজনেস ক্লাসের টিকিট দাবি করছেন তারা। তাও আবার নায়ক দেবের কাছে। কিন্তু কেন? আসল বিষয়টি কী?

দেবের আসন্ন ছবি ‘হইচই আনলিমিটেড’-এর শুটিং হয়েছিল উজবেকিস্তানে। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় কিছুদিন আগেই গোটা টিম নিয়ে শুটিং সেরেছেন সেখানে। সেই টিমে ছিলেন এ দুই নায়িকাও। কিন্তু দেবের কাছে বিজনেস ক্লাসের টিকিট কেন চাইলেন নায়িকারা?

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি দেব এ ছবির প্রযোজকও। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’ -দেবের প্রযোজনায় পর পর এসব ছবিতে অভিনয় প্রচারের কায়দা দেখেছেন দর্শক। ‘হইচই আনলিমিটেড’ও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন দেব।

যেখানে দেখা যাচ্ছে, ‘হইচই আনলিমিটেড’-এর সদস্যরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন চালাচ্ছেন। কখনও খরাজ মুখোপাধ্যায়, কখনও শাশ্বত চট্টোপাধ্যায়, কখনও বা দেব স্বয়ং কমেন্ট করেছেন। সেখানেই দুই নায়িকা দেবের কাছে এ আবদার জানিয়েছেন।

অভিনব কায়দায় এ ছবির কাস্ট লিস্ট প্রকাশ্যে এনেছিলেন দেব। নিজের রেস্তোরাঁয় একটি ভিডিওর মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের দর্শকদের সামনে নিয়ে এসেছিলেন তিনি। তবে সেই তালিকা নিয়ে পরে সমস্যাও হয়। প্রথমে এ ছবিতে ঘোষণা করা হয়েছিল মিমি চক্রবর্তীর নাম। কিন্তু কোনো অজানা কারণে প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান তিনি।

শোনা যায়, মিমির জায়গায় ছবিতে দেবের সঙ্গে আবারও জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্র। কিন্তু শেষ পর্যন্ত কৌশানীকে কাস্ট করেন পরিচালক।

অন্যদিকে প্রিয়ঙ্কা সরকারও ‘হইচই আনলিমিটেড’ থেকে সরে যান। ফলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোজাকে। রোজার চরিত্রটির নাম শাবানা। তিনি একজন উঠতি অভিনেত্রী। ‘হইচই আনলিমিটেড’এ অর্ণ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রোজাকে। এ ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় সমৃদ্ধ করবে এ ছবিকে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৫   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ