বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু - আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু - আইনমন্ত্রী
শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮



---আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু মানেই
বাংলাদেশ এবং বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন থেকে
বুঝতে শিখেছেন, সেদিন থেকেই তিনি জনগণের জন্য কাজ করেছেন, জনগণের
অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। এজন্য তাঁকে ব্রিটিশ ও পাকিস্তান
সরকারের শত্রু হতে হয়েছে। তাদের দ্বারা নির্যাতিত হতে ও কারা ভোগ করতে হয়েছে।
আজ ঢাকার তেজগাঁও সরকারি শিশু পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচির
অংশ হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অবহেলিত ও
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নগদ টাকা, বিছানাপত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যে বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে
বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ এনে দিলেন, সেই বঙ্গবন্ধুকে কুচক্রী মহল
নির্মমভাবে হত্যা করলো। এমনকি তাঁর দশ বছরের পুত্র রাসেলকে পর্যন্ত হত্যা করা হলো।
এটি ভাবতেই অবাক লাগে। শিশু রাসেল বলেছিল, আমি মার কাছে যাবো কিন্তু তাকে
মার কাছে নিয়ে যাওয়ার কথা বলে গুলি করে হত্যা করা হয়। আমাদের ভাগ্য ভালো যে,
বঙ্গবন্ধুর দুই কন্যা সেদিন বিদেশে ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ’৭৫ এর ২৭
সেপ্টেম্বর খোন্দকার মোস্তাক ও জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু
হত্যার বিচার বন্ধ করে রেখেছিল। এরশাদ ও খালেদা জিয়ার সরকারও এই নির্মম হত্যাকা-ের
বিচার করেনি বরং খুনিদের চাকরি দিয়ে বিদেশে পাঠিয়েছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত ৫/৬ জন খুনি বিদেশে অবস্থান
করছেন। তাদের ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার জোর প্রচেষ্টা
চলছে।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ধসঢ়; শেখ মোঃ জহিরুল হকের
সভাপতিত্বে সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও
সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৮:১৪   ৯৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ