র‌্যাব-১১’র অভিযানে গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাব-১১’র অভিযানে গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮



---বন্দর রাজবাড়ি এলাকা থেকে গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জামাদী, মাদক বিক্রির নগদ ১১ হাজার ১’শ২০টাকা তাঁদের ব্যবহৃত ৭ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আসামীরা হলেন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মজিবর রহমান খাঁনের ছেলে মোঃ পলাশ (৩৭),একই এলাকার মৃত কাঞ্চনের ছেলে মোঃ জুয়েল (২৮), মৃত মানিক চন্দ্রের ছেলে শ্রী গোবিন্দ (৪৩), মোসলেম উদ্দীনের ছেলে মোঃ খোকন (২৮), মৃত জাহিদুলের ছেলে মোঃ সুমন (২৮), চুয়াডাঙ্গা জেলার হাকিমপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ঠান্ডু (৩৫), বন্দর সরপেরচর এলাকার মৃত আমির মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (১৭ আগষ্ট)বেলা সাড়ে ১২টায় র‌্যাব-১১ সিপিএসসি’র নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন ১৩০ এইচ. এম. সেন রোড, রাজবাড়ী এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিয়ানে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় আসামী মোঃ পলাশ (৩৭), মোঃ জুয়েল (২৮), শ্রী গোবিন্দ (৪৩), মোঃ খোকন (২৮), ঠান্ডু (৩৫), মোঃ সুমন (২৮), মোঃ সোহেল মিয়া (৩৬)।

তারা সকলেই বন্দর থানাধীন রাজবাড়ী এলাকার বাসিন্দা। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জামাদী, মাদক বিক্রির নগদ ১১ হাজার ১’শ ২০ টাকা তাঁদের ব্যবহৃত ৭ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আসামীদের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৪:০২   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ