টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ
শনিবার, ১৮ আগস্ট ২০১৮



---কক্সবাজারের টেকনাফের হ্নীলায় নাফ নদ সীমান্তে ৪২ হাজার ৬৫৩ পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাতে নাফ নদের হোয়াব্রাং এলাকায় টহলকালে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, শনিবার রাতে নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি চালান প্রবেশের গোপন সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলা বিজিবি চৌকির নায়েক ছাবির উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল হোয়াব্রাং অবস্থান নেয়।

পরে পাচারকারীর একজন নৌকাযোগে ওই এলাকায় এসে একটি বস্তা নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালিয়ে যায় ওই পাচারকারী। বিজিবির টহল দল ফেলে যাওয়া বস্তাটি খুলে ভেতরে ৪২ হাজার ৬৫৩ পিস ইয়াবা পায়। পরে নৌকাটি জব্দ করে তারা।

তিনি আরও জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। এছাড়াও জব্দ করা নৌকাটি শুল্ক স্টেশনে জমা করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৫   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ