কফি আনানের প্রতি শ্রদ্ধা জানালেন গুতেরেস

প্রথম পাতা » আন্তর্জাতিক » কফি আনানের প্রতি শ্রদ্ধা জানালেন গুতেরেস
বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮



---জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কফি আনানের ভূমিকার কথা স্মরণ করেন তিনি।

কফি আনানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

গুতেরেস বলেন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ছাড়াও বিভিন্ন সংস্থার সঙ্গে আমৃত্যু কাজ করে গেছেন কফি আনান। বিশ্ব তাকে মনে রাখবে। এরপর শোক বইতে স্বাক্ষর করেন গুতেরেস।

কফি আনান ৮০ বছর বয়সে গত ১৮ আগস্ট সুইজারল্যান্ডের বার্ন শহরে মারা যান। বিশ্বজুড়ে সুপরিচিত ঘানার বংশোদ্ভূত কফি আনানই প্রথম কোনো আফ্রিকান, যিনি বিশ্বের শীর্ষ সংগঠন জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংস্থাটিতে দায়িত্বপালন করেন।

মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

এছাড়া ২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারসের প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি। ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০০   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ