প্রাক্তন বাম মন্ত্রী মোর্তাজাকে টেনে নিলেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রাক্তন বাম মন্ত্রী মোর্তাজাকে টেনে নিলেন মমতা
বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮



---সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা কোচবিহারের বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী৷ এবার তারই পথ অনুসরণ করলেন ফরওয়ার্ড ব্লকের আরেক প্রবীণ সদস্য নেতা মোর্তাজা হোসেন৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ মমতার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই মূলত তাঁর তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন মোর্তাজা হোসেন৷

বাম আমলের মন্ত্রী তথা ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা মোর্তাজা হোসেন উত্তর ২৪ পরগনার জাঁদরেল নেতা৷ পার্থবাবু জানিয়েছেন, এই অন্তর্ভুক্তির কারণে দল আরও শক্তিশালী হবে৷ মোর্তাজার কর্মকুশলতা দলের কাজে আসবে৷ আর সদ্য তৃণমূলী হওয়া মোর্তাজা হোসেন জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছেন, গ্রামাঞ্চলে যে উন্নয়নের কাজ করে চলেছেন তা সত্যিই অনস্বীকার্য৷

ফরওয়ার্ড ব্লকের গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছিল অশোক ঘোষের আমলেই৷ দলের অন্যতম শক্ত ঘাঁটি কোচবিহারেই শুরু হয় ভাঙন৷ প্রবীণ ফব নেতা তথা প্রয়াত কমল গুহের পরিবারেই ঢুকে পড়ে তৃণমূল কংগ্রেস৷ দল ছাড়েন কমলপুত্র উদয়ন গুহ৷ এরপরে একের পর এক ধাক্কা লেগেছে সিংহ শিবিরে৷ অশোক ঘোষের প্রয়াণের পর সেই ধাক্কা ক্রমশ তীব্র হতে শুরু করেছে৷ সেই রেশ ধরেই মোর্তাজা হোসেনের দলত্যাগ৷

উত্তর ২৪ পরগনায় ফব গোষ্ঠী কোন্দল তীব্র হয় ২০১৫ সালে৷ কেন্দ্রীয় নেতাদের এনেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি৷ তখনই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রাজ্য কমিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন তৎকালীন জেলা সম্পাদক হরিপদ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন-সহ পাঁচ নেতা। প্রাক্তন মন্ত্রী সরল দেব ও তাঁর অনুগামীদের সদস্যপদ দেওয়া নিয়ে অনেক দিন ধরেই জটিলতা চলছিল ফব-র অন্দরে। সমস্যা মেটাতে দলের জাতীয় সম্পাদক জি দেবরাজনের নেতৃত্বে গঠিত কমিশন সুপারিশ করেছিল, সকলকেই সদস্যপদ দিতে হবে। কিন্তু সেই সুপারিশ না মানায় ভেঙে দেওয়া হয়৷

বাংলাদেশ সময়: ২০:৫৯:৪২   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ