‘শিক্ষা দফতর বাস্তু ঘুঘুর বাসা’: মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘শিক্ষা দফতর বাস্তু ঘুঘুর বাসা’: মমতা
বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮



--- টাকা নিয়ে ছাত্র ভর্তি সহ বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের শিক্ষাক্ষেত্র৷ বিরোধীরাও নানাভাবে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে৷ বৃহস্পতিবার নবান্নে বিভিন্ন দফতরের মন্ত্রী-আমলাদের সঙ্গে বৈঠকে শিক্ষা দফতরের প্রতি সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষা দফতর বাস্তু ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে৷ আমার কাছে খবর আছে মন্ত্রীর কথা মানা হচ্ছে না৷’’

বৈঠকের মাঝে এই বিষয় নিয়ে কথা বলতে যান শিক্ষা দফতরের বিশেষ সচিব অরুণ সেনগুপ্ত৷ দফতর নিয়ে তিতিবিরক্ত মমতা এদিন অরুণ সেনগুপ্তকেও একহাত নেন৷ সূত্রের খবর, শিক্ষা দফতরের এই বিশেষ সচিবকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেন, ‘‘আপনি থামুন, মন্ত্রী যা বলছে সেটা শুনুন৷’’ মুখ্যমন্ত্রী জানতে চান, কেন শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিচ্ছেন না৷ স্কুল পরিদর্শদরের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ হয়েছেন মমতা৷ এই বিষয়গুলি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন তিনি৷

শিক্ষাক্ষেত্র নিয়ে কার্যত জেরবার মুখ্যমন্ত্রী৷ যেভাবে একের পর দুর্নীতি প্রকাশ্যে এসেছে তাতে রাজনৈতিক ময়দানে শাসক দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে যথেষ্ট৷ শিক্ষামন্ত্রীর একাধিক নির্দেশেও কোনও ভাবে থামানো যায়নি ছাত্র নেতাদের৷ দুর্নীতিতে জড়িয়েছে ছাত্র নেতারা৷ দুর্নীতি প্রকাশ্যে আসায় সরিয়ে দেওয়া হয়েছে টিএমসিপির সভানেত্রীকেও৷ শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে৷

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ভূমি ও ভূমি সংস্কার দফতর নিয়েও সরব হন৷ দফতরের প্রধান সচিব মনোজ পন্থকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দফতরের বেশ কয়েকজন বিএলআরও বদমায়েশি করছে৷ সেটা আপনি গুরুত্বের সঙ্গে দেখুন৷’’এছাড়াও রাইস মিলের দুর্নীতি নিয়ে ডিজিকে কড়া পদক্ষেপ করার জন্য নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলাদেশ সময়: ২১:১২:১৪   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ