সচিবালয়ে অফিস করলেন সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয়ে অফিস করলেন সমাজকল্যাণমন্ত্রী
রবিবার, ২৬ আগস্ট ২০১৮



প্রায় পঞ্চাশ দিন পর আজ রোববার সকালে মন্ত্রণালয়ের নিজ কক্ষে অফিস করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় মন্ত্রীর সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা দেখা করতে এলে মন্ত্রী তাদেরকে স্বাগত জানান ও ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এসময় অফিসের চলমান কর্মকান্ডের খোজখবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কাজগুলি দ্রুততার সাথে করার নির্দেশনা দেন।
গত ৫ জুলাই পা পিছলে পড়ে আহত হন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
সমাজকল্যাণমন্ত্রী রোববার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অফিস করেন ও সচিবালয়ে আগত নানা অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দীর্ঘদিন পর অফিসে আসার অনুভুতি জানাতে গিয়ে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘পা পিছলে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে থাকাকালীন অনেকেই আমাকে দেখতে গিয়েছিলেন। অনেকেই আমার পাশে থেকেছেন ও শান্ত¦না দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী লোক পাঠিয়ে আমার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন। অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের প্রায় অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদকর্মীসহ সমাজের সকল শ্রেণীর মানুষ যারা হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘আজ (রোববার) থেকে আবার আমার সরকারি দায়িত্ব পালন শুরু হলো। এখন থেকে আমি পুনরায় আগের মত নিয়মিত মন্ত্রণালয়ের কাজকর্ম করতে পারবো বলে আশা করছি।’
পরে সমাজকল্যাণমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের জন্য দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:০২:৩৫   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ