কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদন ‘প্রতারণামূলক’ দাবি নেপালী তদন্তকারীদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদন ‘প্রতারণামূলক’ দাবি নেপালী তদন্তকারীদের
মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮



নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনা নিয়ে সম্প্রতি কাঠমুন্ডু পোস্ট যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটিকে ‘অনৈতিক ও প্রতারণামূলক’ বলে বর্ণনা করেছেন দেশটির ‘একসিডেন্ট ইনভেস্টিগেশন কমিশনের’(এআইসি) তদন্তকারীরা। সম্প্রতি এক বিবৃতিতে এমনটা বলেছেন তারা।

সম্প্রতি কাঠমুন্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বিমান দুর্ঘটনাটি নিয়ে নেপাল সরকার যে তদন্ত চালিয়েছে তার প্রতিবেদন তাদের হাতে এসেছে।

ওই প্রতিবেদনকে উদ্ধৃত করে কাঠমুন্ডু পোস্ট দাবি করে, দুর্ঘটনার জন্য বিমানের পাইলট দায়ী ছিলেন।

কাঠমুন্ডু পোস্ট আরো লিখেছে, অবতরণের সময় কনট্রোল টাওয়ারের কাছে মিথ্যা বলেছিলেন পাইলট এবং পুরো এক ঘণ্টার যাত্রায় ককপিটে বসে তিনি ক্রমাগত ধূমপান করেছিলেন।

নেপাল সরকার পরিচালিত তদন্তের বরাত দিয়ে দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, পাইলট আবিদ সুলতান প্রচণ্ড রকম ব্যক্তিগত মানসিক চাপে ছিলেন। এ কারণেই তার নেওয়া বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তে বিমানটি অবতরণের মুহূর্তে বিধ্বস্ত হয়।

এদিকে, কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদনের জবাবে এআইসি এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তাদের তদন্ত এখনো চলমান।

বিবৃতিতে বলা হয়, এআইসি’র তদন্তের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনাটির সম্ভাব্য কারণ খুঁজে বের করা ও অদূর ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়ানো। কমিশন বিশ্বাস করে, দুর্ঘটনার তদন্ত গণমাধ্যমের প্রোপাগান্ডার বিষয় নয়।

কমিশন আরো জানায়, এই ধরণের ‘অনৈতিক ও প্রতারণামূলক’ প্রতিবেদনের বিরুদ্ধে তাদের তীব্র আপত্তি রয়েছে। কেননা, এসব প্রতিবেদন জনগণের মধ্যে ভুল ধারণা এবং বিশ্বাস ছড়িয়ে দিতে পারে।

কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদনের তীব্র সমালোচনা করে কমিশন বলেছে, ঘটনাটি নিয়ে কমিশন এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে ও আলোচনা করছে। এমতাবস্থায় এরকম স্পর্শকাতর ইস্যুতে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সত্যতা যাচাই না করে খবর প্রকাশ করা খুবই লজ্জার বিষয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:০৬   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ