‘ব্যবসায়ীদেরও প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ব্যবসায়ীদেরও প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসতে হবে’
মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮



ফরিদপুরে প্রতিবন্ধীদের কর্মস্থানের সুযোগ সৃষ্টিবিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সমাজের এগিয়ে নেয়ার জন্য শুধু সরকার নয়, ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে, তবেই এরা সমাজে আর পিছিয়ে থাকবে না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর চেম্বার হাউজে এই মতবিনিময় হয়।

সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজিঅ্যাবিলিটি’র (সিএসআইডি) আয়োজনে এই সভায় ফরিদপুর চেম্বার অব কমার্সের পরিচালকরা অংশ নেন।

সিএসআইডির হেড অফ প্রোগ্রাম ইফতেখার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- ফরিদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, সরকার দেশের প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ করছে। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের চেষ্টায় ফরিদপুরে প্রতিবন্ধীদের সমাজে এগিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এ সকল মানুষের জন্য শুধু সরকার নয়, বড় বড় ব্যবসায়ীদের আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে, তবেই প্রতিবন্ধীরা পিছিয়ে থাকবে না।

সভায় আরো বক্তব্য দেন- ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি আওলাত হোসেন বাবর, প্রতিবন্ধীদের পক্ষে সহিদ মোল্ল্যা, নিহার সুলতানা পপি, প্রকল্প সমন্বয়কারী মো. আক্তার হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন- চেম্বারের পরিচালক সাহেব সারোয়ার, মো. মনির হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, সাংবাদিক পান্না বালা প্রমুখ।

সভার শুরুতেই (সিএসআইডির) প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০২:৪৪   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ