আশুলিয়ায় হত্যা, কুড়িগ্রাম থেকে সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুলিয়ায় হত্যা, কুড়িগ্রাম থেকে সন্দেহভাজন গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮



আশুলিয়ার গার্মেন্টস কর্মী মাহাবুব হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তার বন্ধু বজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। পুলিশের ধারণা, নিহত মাহাবুবের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর থানার হোকডাংগা দালালপাড়া গ্রামের আকবর আলীর পুত্র বজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার রাতে পিবিআই ঢাকা জেলা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত বজরুল এবং ভিকটিম মাহাবুর রহমান একই এলাকার হওয়ায় পূর্ব পরিচয়ের সূত্র ধরে আশুলিয়া এলাকায় পাশাপাশি বাসা ভাড়া করে বসবাস করতেন। বজরুলের স্ত্রী সঙ্গে না থাকার কারণে বজরুল ভিকটিম মাহাবুবের বাসায় মাসিক চুক্তিভিত্তিক তিন বেলা খাওয়া-দাওয়া করতেন। এক পর্যায়ে মাহবুবের স্ত্রীর সঙ্গে বজরুলের সখ্য গড়ে উঠে।

মামলার তদন্তকারী অফিসার পিবিআই ঢাকা জেলার এসআই সালেহ ইমরান জানান, ঘটনার দিন বজরুল আশুলিয়া এলাকায় নিজ ভাড়া বাসায় ছিলেন। মাহাবুবকে খোঁজ করতে এবং পরবর্তী সময়ে লাশ পাওয়ার সংবাদের কথা তাকে জানানো হয়। কিন্তু তিনি তাতে সাড়া না দিয়ে অন্যত্র চলে যান। এক পর্যায়ে ঘটনার দুই দিন পর থেকে বজরুল তার ব্যবহৃত ফোন নাম্বার বন্ধ করে দিয়ে আত্মগোপনে চলে যান।

এই ঘটনায় মাহবুবের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় চারজনকে আসামি করে ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৩০, তারিখ- ১৭/১২/২০১৭।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এই মামলার ঘটনার পর থেকে বজরুল আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি এক এক রকম তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেন। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড হওয়ায় ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য আসামিকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

পিবিআই ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান বারী নূর জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২৫   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ