ডেনমার্কে গিয়ে বাইসাইকেলে ঘুরলেন ফরাসি প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ডেনমার্কে গিয়ে বাইসাইকেলে ঘুরলেন ফরাসি প্রেসিডেন্ট
বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮



বুধবার রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে গিয়ে বাইসাইকেলে করে কোপেনহেগেন ঘুরে দেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল রেস প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’ এর আয়োজক হতে যাচ্ছে ডেনমার্ক। এ উপলক্ষে ডেনামার্কের প্রধানমন্ত্রী লারস লুকে রাসমুসেনের সঙ্গে ঘণ্টাব্যাপী কোপেনহেগেনে বাইসাইকেল চালিয়েছেন ম্যাঁক্রো।

বুধবার বাইসাইকেলে কোপেনহেগেনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় ট্যুর ডি ফ্রান্সের পরিচালক ক্রিশ্চিয়ান প্রধুম্মে তাদের সঙ্গে ছিলেন। এছাড়া তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারাও বাইসাইকেল চালিয়ে তাদের সঙ্গ দেন। খবর এএফপি ও দ্য লোকাল ডেনমার্কের।

বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল রেস প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’ প্রতি বছরের জুলাইয়ে তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে ফ্রান্স এবং বেলজিয়াম এই প্রতিযোগিতার আয়োজন করবে।

২০২০ এবং ২০২১ সালের আয়োজক হওয়ার প্রার্থী ছিলে ডেনমার্ক। এছাড়া বাইসাইকেলে ঘোরাঘুরি শেষে ম্যাঁক্রো জানিয়েছেন, খুব শিগগির ‘ট্যুর ডি ফ্রান্স’ এর আয়োজক হবে ডেনমার্ক।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে এর আগেও বিভিন্ন সময়ে বাইসাইকেল চালাতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩২   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ