আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় আয়ারল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় আয়ারল্যান্ড
বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮



ঠিক সময়েই জ্বলে উঠল আয়ারল্যান্ড। প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচটি ছিল তাদের বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে জিতেছে আইরিশরা। বেলফাস্টে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক দল।

টসে জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছে আফগানিস্তান। টিম মুরতাঘের বোলিং তোপে ১৬ রানের মধ্যে ৪টি উইকেট হারিয়ে বসে তারা। এরপর অধিনায়ক আসঘর আফগানের ৩৯ আর নাজিবুল্লাহ জাদরানের ৪২ রানে ভর করে ৯ উইকেটে কোনোমতে ১৮২ রানের পুঁজি দাঁড় করায় সফরকারি দল। রহমত শাহ করেন ৩২ রান। আয়ারল্যান্ডের পক্ষে টিম মুরতাঘ ৩০ রান খরচায় নেন ৪টি উইকেট।

লক্ষ্যটা ছোট ছিল, তারপরও খুব সহজেই জয় পায়নি আইরিশরা। একটা পর্যায়ে ৪ উইকেটেই ১৪৪ রান তুলে ফেলা দলটি ১৮৩ তাড়া করতে গিয়ে খুইয়েছে ৭ উইকেট। অ্যান্ডি বালবিরিনের ৬০ রানই মূলত জয়ের ভিত গড়ে দিয়েছে স্বাগতিকদের। পল স্টারলিং ৩৯ রানে আউট হন। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে যান সিমি সিং, করেন অপরাজিত ৩৬ রান।

আফগানিস্তানের পক্ষে ৩৭ রানে ৩টি উইকেট নেন তারকা লেগস্পিনার রশিদ খান। এছাড়া দুটি উইকেট নেন মোহাম্মদ নবি।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৪   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ