মরুর বুকে প্রথম বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে স্পেনের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। এ ম্যাচেই নির্ভর করছে জার্মানির বিশ্বকাপ ভবিষ্যৎ ভারসাম্য।
অস্বস্তিতে থাকা জার্মান কোচ হান্সি ফ্লিকের দলের বিশ্বমঞ্চে টিকে থাকতে স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প নেই। অন্যদিকে জার্মানির বিপক্ষে জয় দিয়ে ‘এফ’ গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিতে চাইবে স্পেন।
দেখে নেওয়া যাক, মুখোমুখি দেখায় জার্মানি নাকি স্পেন, কারা এগিয়ে রয়েছে।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। এবারও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরেছে জার্মানি, তাই এই বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে জামার মুসিয়ালাদের।
অন্যদিকে প্রথম ম্যাচে স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় ৭-০ গোল ব্যবধানে জয় পেয়েছে পেদ্রিরা। এক্ষেত্রে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকছে স্পেন। উয়েফা নেশনস লিগে সর্বশেষ দেখায় জার্মানিকে ৬-০ গোলে হারিয়েছে স্পেন।
ফিফা র্যাংকিংয়েও জার্মানি থেকে চার ধাপ এগিয়ে রয়েছে স্পেন। র্যাংকিংয়ে স্পেন ৭-এ আর জার্মানি ১১-এ রয়েছে।
তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, মুখোমুখি দেখায় স্পেন থেকে জার্মানি এগিয়ে রয়েছে। ২৫ বারের দেখায় জার্মানি ৯ বার আর স্পেন ৮ বার জিতেছে। ড্র হয়েছে বাকি ৮ ম্যাচে।
বিশ্বমঞ্চে জার্মান ও স্পেন চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র একবার জয় পেয়েছে স্পেন। ২০১০ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। জার্মানি জিতেছে দুবার আর ড্র একবার।
বাংলাদেশ সময়: ১২:৫০:৩৪ ২৯৭ বার পঠিত