বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস সামনে রেখে দেশের সাধারণ ভোক্তাদের নিত্যপণ্য ক্রয়ে যেন সমস্যা না হয়, দ্রব্যের দাম অতিরিক্ত না বাড়ে, সে বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।
রোববার (৪ ডিসেম্বর) সচিবালয়ে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, কম লাভে পণ্য বিক্রির পাশাপাশি পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে।
পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ স্বাভাবিক রাখাসহ সংকট নিরসনে শিগগিরই একটি সেল খোলা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রি না করার ক্ষেত্রে যাদের কারসাজি রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী।
এছাড়া আমদানির ক্ষেত্রে এলসি খুলতে বর্তমান সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক শিগগিরই সার্বিক নির্দেশনা দেবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৪ ২৪৮ বার পঠিত