কুমিল্লায় স্বাধীনতা কাপের রোমাঞ্চকর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টাইব্রেকারে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল কিংস।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও ছিল সমতা। এরপর টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় অস্কার ব্রুজোনের দল। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক আনিসুর রহমান জিকো।
টাইব্রেকারে প্রথম চারটি শটেই বসুন্ধরা কিংসের হয়ে গোল করেন রোবিনহো, দরিয়েলতন, রেজা খানজাদেহ ও আনিসুর রহমান। কিন্তু শেখ রাসেলের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন সোহেল রানা। দ্বিতীয় শটে হেমন্ত ভিনসেন্ট সফল হলেও তৃতীয় শটে খালেকুজ্জামানকে আটকে দেন আনিসুর রহমান। এতেই শিরোপা উৎসবে মাতে বসুন্ধরা কিংস।
সোমবার দুপুরে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের কাছে ট্রফি তুলে দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:২৮:২৬ ২৩২ বার পঠিত