গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় এসবিএস টেক্সটাইল কারখানার তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার পর কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কারখানার শ্রমিকরা জানায়, কারখানার পাশে টিনশেড গুদামটিতে বিপুল পরিমাণ তুলা ছিল। দুপুর প্রায় ১২টার দিকে গুদামে আগুন দেখতে পায় তারা। তাৎক্ষণিক কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আবদুল বাতেন কালের কণ্ঠকে বলেন, ‘গুদামটিতে বিপুল পরিমাণ তুলা ছিল। ’ তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান জানান, আগুন ছড়িয়ে পুরো গুদাম জ্বলছে। তাঁদের সাতটি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৫:৩৮:০২ ২৯৩ বার পঠিত