বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



---

বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল।

এসময় উফশী প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৮০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩শ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, কৃষি সম্পসারন কর্মকর্তা ফরহাদ জামান, স্থানীয় সাংবাদিক ও কৃষক গন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৮   ২৭৪ বার পঠিত