রাজধানীর বাজারে থেমেছে চালের দাম বৃদ্ধির দৌড়। সপ্তাহ ব্যবধানে মোটা চালের দাম কমেছে কেজিতে ৩ টাকা পর্যন্ত আর স্থিতিশীল রয়েছে সরু চালের সরবরাহ ও দাম।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বিক্রেতারা জানান, নতুন মৌসুমের চাল বাজারে আসতে থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে দামে।
এদিকে, বাজারে দেখা মিলছে প্যাকেটজাত চিনির। যদিও এখন বাড়তি দামের কারণে ভোক্তারা পাচ্ছেন না খোলা চিনি।
ভোজ্যতেলের দামে নেই কোনো ওঠানামা, সরবরাহও রয়েছে স্থিতিশীল। আটা-ময়দা আর ডালও বেচাকেনা হচ্ছে গত সপ্তাহের দামেই।
বাজারে পর্যাপ্ত যোগান থাকায় বেগুন, পটল, সিম, লাউ ও বিভিন্ন প্রজাতির কপিসহ বেশিরভাগ সবজি মিলছে ২০ থেকে ৫০ টাকার মধ্যে।
বাংলাদেশ সময়: ১২:১২:৪২ ২৩৯ বার পঠিত