ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে এবং তথ্য আপা সাদেকুন নাহার শিপু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন,সরিষাবাড়ী সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক হাফিজা খানম প্রমুখ।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার পাঁচজন মহীয়সী নারীর হাতে জয়িতা সনদ ও সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৫ ৩০৪ বার পঠিত