শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

আজকের শিশুরা আগামী দিনে দূর্নীতি মুক্ত সমাজ গড়বে : ইউএনও সদর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের শিশুরা আগামী দিনে দূর্নীতি মুক্ত সমাজ গড়বে : ইউএনও সদর
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



---

আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস বলেন, আগামী প্রজন্মকে দূর্নীতি মুক্ত রাখতে এখন থেকেই দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

শিশুদের দূর্নীতি অপরাধ সম্পর্কে বুজাতে হবে। আজকের শিশুরা আগামী দিনে দূর্নীতি মুক্ত সমাজ গড়বে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ভালো চাকুরীর আশায় লেখা পড়া করবে এমন মনভাব নিয়ে বেড়ে উঠা শিশুদের বুজাতে হবে। শিক্ষার জ্ঞান দিয়ে সুধু চাকুরী নয় দেশ উন্নয়নে নানা ধরনের ভুমিকা পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী কমিশনার ভূমি (সদর সার্কেল) উম্মে কুলসুম রুবিয়া, সহকারী কমিশনার ভূমি (ফতুল্লা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক আলামিন প্রধান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০২   ২৩৯ বার পঠিত