রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪টি দেশের দুইশ’ জন চিত্রশিল্পীর শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪টি দেশের দুইশ’ জন চিত্রশিল্পীর শ্রদ্ধা
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪টি দেশের দুইশ’ জন চিত্রশিল্পীর শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়াায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বের ১১৪ টি দেশের দুইশ’ জন চিত্রশিল্পী।
আজ রোববার দুপুরে ১৯ তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশী চিত্রশিল্পীদের সাথে নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু-সহ ১৯৭৫ এর ১৫ আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় তারা প্রার্থনা করেন।
এছাড়াও ১১৪ টি দেশের ২০০ জন চিত্রশিল্পী পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে চিত্রশিল্পীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১২   ২৮৬ বার পঠিত